ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পঞ্চম শ্রেণির লেখাপড়া -বিষয় : বিজ্ঞান অধ্যায় : ২ [পরিবেশ দূষণ]

প্রকাশিত: ২০:৫৪, ১১ আগস্ট ২০২১

পঞ্চম শ্রেণির লেখাপড়া -বিষয় : বিজ্ঞান অধ্যায় : ২ [পরিবেশ দূষণ]

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : ১। পরিবেশ দূষণ কী? ২। পরিবেশ দূষণের অন্যতম কারণটি লিখ। ৩। পরিবেশ থেকে অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর কারন কী? ৪। মিন্টু খবরের কাগজ পড়ে জানতে পারল, হিমালয়ের হিমবাহ গলতে শুরু করেছে। এতে কী ঘটবে? ৫। বায়ু দূষণ বলতে কী বুঝ? ৬। এসিড বৃষ্টি কী? ৭। মিনাদের বাড়ির পাশে স্তূপ করা আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দূষিত হলো। এই দূষণের ফলে কী ঘটতে পারে? ৮। রফিক সাহেব শিল্প এলাকায় বাস করেন। এই এলাকায় কোন দুটি দূষণ ঘটে? ৯। দূষিত পানি পান করলে বিভিন্ন ধরনের রোগ হয়। এ রকম দুইট রোগের নাম লিখ। ১০। মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুইটি জিনিসের নাম লিখ। ১১। সুমনের বাবা কৃষিজমিতে কীটনাশক প্রয়োগ করেন। এর ফলে তাদের জমির কী ক্ষতি হবে? ১২। মাটি দূষণের দুটি কারণ লিখ। ১৩। শব্দ দূষণের দুইটি উৎসের নাম লিখ। ১৪। রবি রেডিওতে উচ্চস্বরে গান শোনে। এ ধরনের কাজে তার কী ধরনের সমস্যা হতে পারে? ১৫। শব্দ দূষণের ফলে মানবদেহে সৃষ্ট একটি ক্ষতিকর প্রভাব লিখ। ১৬। পরিবেশ সংরক্ষণে তোমার দু’টি করণীয় লিখ। ১৭। নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে, এ সমস্যা সমাধানে তুমি কী করবে? ১৮। কুকুরের মৃতদেহ থেকে সৃষ্ট দূষণ রোধে তুমি কী পরামর্শ দেবে? ১৯। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় কী? ২০। শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ফসলী জমিতে ফেলা হচ্ছে। ঐ জমির ফসল খেলে মানুষের দেহে কী প্রভাব পড়তে পারে? উত্তর : ১। পরিবেশের কোনো পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে। ২। পরিবেশ দূষণের অন্যতম কারণ শিল্পায়ন। ৩। পরিবেশ থেকে জীবের বিলুপ্তির কারণ হলোÑ খাদ্য শৃঙ্খল ধ্বংস। ৪। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। ৫। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে। ৬। যে বৃষ্টির পানিতে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড এবং অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক এসিড বিদ্যমান থাকে, তাই এসিড বৃষ্টি। ৭। এই দূষণের ফলে এসিড বৃষ্টি হতে পারে। ৮। শিল্প এলাকায় বায়ু ও পানি দূষণ ঘটে। ৯। কলেরা ও ডায়রিয়া। ১০। মাটি ও পানি দূষিত করে (i) গৃহস্থালির বর্জ্য এবং (ii) কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ১১। জমির মাটির উর্বরতা কমে যাবে। ১২। মাটি দূষণের দুইটি কারণ - (i) কৃষিজমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার (ii) কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ মাটিতে ফেলা। ১৩। যানবাহনের হর্নের শব্দ এবং মাইকের উচ্চশব্দ। ১৪। উচ্চস্বরে গান শোনার ফলে রবির মানসিক ও শারীরিক সমস্যা হতে পারে। ১৫। শব্দ দূষণের ফলে মানবদেহে সৃষ্ট একটি ক্ষতিকর প্রভাব হলো- শ্রবণশক্তি নাশ। ১৬। (i) জনসচেতনতা বৃদ্ধি করা। (ii) ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। ১৭। বৃক্ষরোপণ করার জন্য জনগণকে সচেতন করব। ১৮। মাটিতে পুঁতে ফেলা বা মাটিতে চাপা দেওয়া। ১৯। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। ২০। দূষিত জমির ফসল খেলে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। শূন্যস্থান পূরণ কর : ১। শ্রবণ শক্তি হ্রাস হয়... দূষণের ফলে। ২। কীটনাশক মাটির সাথে মিশে... দূষিত কর্ ে৩। হর্ন বাজালে... দূষণ হয়। ৪। মাটির দূষণ জমির ... নষ্ট করে। ৫। কারখানার .... পানিতে ফেললে পানি দূষিত করে। ৬। পরিবেশের পরিবর্তন জীবের জন্য ক্ষতিকর হলে তাকে পরিবেশ ... বলে। ৭। শিল্পকারখানা সচল রাখতে ব্যবহৃত হয়... জ্বালানি। ৮। ... বৃদ্ধি দূষণের একটি বড় কারণ। ৯। খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ... ধ্বংস করছে। ১০। বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমেই সাধারণত ... দূষিত হয়। ১১। পানি দূষণের ফলে ... খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। ১২। কৃষি কাজে ব্যবহৃত ... মাটির দূষণ করে। ১৩। শব্দ দূষণ মানুষের ... ও শারীরিক সমস্যা সৃষ্টি করছে। ১৪। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে ... বৃদ্ধি করা। ১৫। বিভিন্ন ক্ষতিকর ও রাসায়নিক পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ ... হয়। ১৬। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো...। ১৭। জনসংখ্যা বৃদ্ধি ... একটি বড় কারণ। ১৮। মলমূত্র ত্যাগের ফলে বাতাসে ... ছড়ায়। ১৯। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা ... অপচয় রোধ করতে পারি। বামপাশ ডানপাশ ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার জলখাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। খ) খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ এসিড বৃষ্টি গ) পৃথিবীর তাপমাত্রা দূষণের প্রধান উৎস। ঘ) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফল। পরিবেশ ধ্বংস করছে। ঙ) পানি দূষণের ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০। পায়ে হেঁটে বা ... ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। উত্তর : ১। শব্দ , ২। মাটি, ৩। শব্দ, ৪। উর্বরতা, ৫। ক্ষতিকর বর্জ্য পদার্থ , ৬। দূষণ, ৭্। জীবাশ্ম, ৮। জনসংখ্যা, ৯। পরিবেশ, ১০। পরিবেশ, ১১। জলজ, ১২। কীটনাশক, ১৩। মানসিক, ১৪। জনসচেতনতা, ১৫। দূষিত ১৬। শিল্পায়ন, ১৭। দূষণের, ১৮। দুর্গন্ধ, ১৯। বিদ্যুতের, ২০। সাইকেল (i) বামপাশের অংশের সাথে ডানপাশের অংশের মিল করে উত্তরপত্রে লিখ : উত্তর : (ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার দূষণের প্রধান উৎস। (খ) খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। (গ) পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। (ঘ) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফল এসিড বৃষ্টি। (ঙ) পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। (ii) বামপাশ ডানপাশ ক) মাটি দূষণের ফলে পরিবেশ দূষিত করে। খ) ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ সংরক্ষণ করা যায়। (গ) বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ জমির উর্বরতা নষ্ট হয়। (ঘ) দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের শারীরিক সমস্যার সৃষ্টি করছে। (ঙ) বিভিন্ন ক্ষতিকর গ্যাস ব্যাপক ক্ষতি হয়। উত্তর : (ক) মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। (খ) ময়লা-আবর্জনা নির্দিষ্টস্থানে ফেলে পরিবেশ সংরক্ষণ করা যায়। (গ) বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশ দূষিত কর্ ে(ঘ) দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। (ঙ) বিভিন্ন ক্ষতিকর গ্যাস শারীরিক সমস্যার সৃষ্টি করে।
×