ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেম ফিরে পেতে বলিউড অভিনেত্রীদের ‘কালো জাদু’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১৬ মে ২০২৫

প্রেম ফিরে পেতে বলিউড অভিনেত্রীদের ‘কালো জাদু’

ছবি: সংগৃহীত

যুগ যতই আধুনিক হোক না কেন, সমাজের একাংশ আজও কুসংস্কারে বিশ্বাস করে। সেই তালিকায় অন্যতম বিতর্কিত বিষয় হলোকালো জাদু অবাক করা বিষয় হলো, বলিউডের মতো গ্ল্যামার এবং প্রগতিশীলতার কেন্দ্রস্থলেও এই কালো ছায়া পড়েছে বহুবার। নানা সময়ে বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে কালা জাদু করার অভিযোগ উঠেছে। দেখে নেওয়া যাক সেই তালিকায় কারা রয়েছেন

কঙ্গনা রানাওয়াত

বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন একবার অভিযোগ করেছিলেন, কঙ্গনা নাকি তার উপরকালো জাদুপ্রয়োগ করেছিলেন। তিনি আরও দাবি করেন, সম্পর্কের সময় অভিনেত্রী নানা তন্ত্রসাধনায় যুক্ত ছিলেন। যদিও পরে কঙ্গনা ব্যঙ্গের সুরে এই অভিযোগের জবাব দেন। তার বক্তব্য ছিল, "ডাইনি বিদ্যা তো বহু পুরোনো ঐতিহ্য।"

কিয়ারা আদভানি

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার প্রেমের সময় দুজন ভক্ত অভিযোগ করেন যে, কিয়ারা সিদ্ধার্থের উপর কালো জাদু করেছেন। তাদের দাবি ছিল, অভিনেতা এমন এক অবস্থায় পৌঁছেছেন যে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন না। যদিও এই গুজবকে গুরুত্ব দেননি কিয়ারা বা সিদ্ধার্থ কেউই।

রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে ওঠে একাধিক গুরুতর অভিযোগ। তদন্ত শেষ না হতেই তাকে অভিযুক্ত বানিয়ে ফেলে নেটদুনিয়া। শুধু আত্মহত্যায় প্ররোচনা নয়, তার বিরুদ্ধে কালো জাদুরও অভিযোগ ওঠে। পরে রিয়া প্রসঙ্গে বলেন, "আমি মাঝে মাঝে মজা করে বলি, আমার অলৌকিক শক্তি আছে।"

দিব্যাঙ্কা ত্রিপাঠী

অভিনেতা শরদ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিব্যাঙ্কা। তিনি নাকি যেকোনো মূল্যে সম্পর্ক ফিরিয়ে আনতে চাইছিলেন। গুজব অনুযায়ী, সেই চেষ্টার মধ্যে কালো জাদুর পথও বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী। যদিও শেষমেশ তাদের সম্পর্ক আর জোড়া লাগেনি।

মুমু

×