ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার আইনি নোটিশ পাঠানো হলো মামুন-লায়লাকে

প্রকাশিত: ১২:০৫, ১৬ মে ২০২৫

এবার আইনি নোটিশ পাঠানো হলো মামুন-লায়লাকে

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবনের বিভিন্ন দৃশ্য ও ভিডিও প্রকাশ করে সমাজে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আলোচিত টিকটকার প্রিন্স মামুন ও লায়লার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সিরাজুল ইসলাম এই দুইজনের বিরুদ্ধে সম্প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

আইনি নোটিশে বলা হয়েছে, টিকটক, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মামুন ও লায়লা যে ধরনের কনটেন্ট প্রকাশ করে থাকেন, তা শুধু অশ্লীল ও অনৈতিকই নয়, বরং দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এই ধরনের কনটেন্ট দেশের তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আইনজীবী জানান, দেশের সাধারণ নাগরিকদের পক্ষে তিনি এই নোটিশ দিয়েছেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেছিলেন মামুন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাবন্দিও ছিলেন মামুন। পরে জামিনে মুক্তি পান। মুক্তির পর একপর্যায়ে তাদের সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হলেও, সে সম্পর্ক স্থায়ী হয়নি।

সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনার জন্ম দেয় মামুন ও আরেক টিকটকার অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ভিডিওর সূত্র ধরেই মামুন ও লায়লার পুরনো দ্বন্দ্ব আবারও সামনে চলে আসে।

বিভিন্ন মহল থেকে এখন প্রশ্ন উঠেছে—এই ধরনের কনটেন্টের মাধ্যমে তরুণ সমাজে কী ধরনের বার্তা যাচ্ছে? আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও এ বিষয়ে নজরদারি ও নিয়ন্ত্রণের দাবি উঠছে।

নুসরাত

×