ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক

মোহাম্মদ আবদুর রহিম, নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৬:১৪, ১৬ মে ২০২৫

নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক

নাইক্ষ্যংছড়ি পুলিশের অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নেতা সাইফুল ইসলাম (৪৭)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭) নামে এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের এসআই রাহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়ার বাসিন্দা এবং মৃত আশরফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে তার নিজ বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সা/ই

×