প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক গণিত বিষয়ে ১ নং প্রশ্নে থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। আজ থেকে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ছাপা হবে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। এগুলো নিয়মিত সংগ্রহ করে অধ্যয়ন কর। আশা করি উপকৃত হবে।
পঞ্চম অধ্যায় : গুণিতক এবং গুণনীয়ক
১। মৌলিক সংখ্যার গুণনীয়ক কটি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
২। যে কোনো সংখ্যার গুণিতক কয়টি?
ক) ১টি
খ) ৪টি
গ) ৬টি
ঘ) অসংখ্য
৩। ১২ এর গুণনীয়ক এবং ৪ এর গুণিতক হয় এমন বৃহত্তম সংখ্যাটি কত?
ক) ৪
খ) ৮
গ) ১২
ঘ) ১৬
৪। কোন গাণিতিক প্রক্রিয়ার জন্য গুণিতক প্রয়োজন?
ক) গ.সা.গু. নির্ণয়ে
খ) ল.সা.গু. নির্ণয়ে
গ) ভাগফল নির্ণয়ে
ঘ) গুণফল নির্ণয়ে
৫। ৬০ এর মৌলিক গুণনীয়কে প্রকাশ নিচের কোনটি?
ক) ২ ৩০
খ) ৩০ ২
গ) ২ ৩ ১০
ঘ) ২ ২ ৩ ৫
৬। দুটি মৌলিক সংখ্যার সর্বোচ্চ ল.সা.গু. কত?
ক) বৃহত্তম সংখ্যাটি
খ) ক্ষুদ্রতম সংখ্যাটি
গ) সংখ্যা দুটির গুণফল
ঘ) সংখ্যা দুটির সাধারণ গুণনীয়কের গুণফল
৭। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে কোন সংখ্যাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে?
ক) বড়
খ) ছোট
গ) মাঝারি
ঘ) ঋণাতœক
৮। কোন গাণিতিক প্রক্রিয়ায় সর্বশেষ ধাপের সংখ্যাগুলোর কোনো সাধারণ মৌলিক উৎপাদক থাকে না?
ক) গড়
খ) গ.সা.গু.
গ) ভাগ
ঘ) ল.সা.গু
৯। ২৪ ও ৩০ এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল কত?
ক) ৪
খ) ৬
গ) ১২
ঘ) ১৮
১০। ৩০ এর ক্ষুদ্রতম মৌলিক উৎপাদক কোনটি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৫
১১। একটি সংখ্যা দ্বারা ‘ক’ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। সংখ্যাটি হলো ক এর -
ক) গ.সা.গু.
খ) ল.সা.গু.
গ) গুণিতক
ঘ) গুণনীয়ক
১২। সংখ্যাগুলোর কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত?
ক) ০
খ) ১
গ) ২
ঘ) ৩
১৩। ১৬ ও ২৪ এর সাধারণ গুণনীয়ক কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
১৪। ইউক্লিডিয় প্রক্রিয়ায় গ.সা.গু. নির্ণয়ের ক্ষেত্রে একবারে কয়টি সংখ্যার গ.সা.গু. নির্ণয় করা যায়?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
১৫। ২৪টি আম ও ৩৬টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
ক) ৮ জন
খ) ১২ জন
গ) ২৪ জন
ঘ) ৩৬ জন
উত্তর : ১.খ ২.ঘ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.ঘ ৯.খ ১০.খ ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.খ