ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা-১ম পত্র (অর্থায়ন), বিষয় কোড- ২৯২;###;মোঃ মাহ্ ফুজুল হাসান (ডন)

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩১, ২২ ফেব্রুয়ারি ২০১৭

একাদশ শ্রেণির পড়াশোনা

সহকারী অধ্যাপক শাহ্ নিয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। মোবাইল : ০১৭১৭-০০১০৮৫ (সৃজনশীল প্রশ্ন) ঃ অধ্যায় ঃ ২য় ও ৩য় জনাব পাপন প্রাইম ব্যাংকে ১২% হার সুদে প্রত্যেক বছর শুরুতে ৫০০০ টাকা করে পরবর্তী ১০ বছর জমা রাখতে চান। অন্যদিকে লিখন ঢাকা ব্যাংকে ১২% হার সুদে ৫০০০ টাকা করে পরবর্তী ১০ বছর জমা রাখতে চান। প্রশ্ন ঃ (ক) আর্থিক বাজার কী? উত্তর ঃ যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে। প্রশ্ন ঃ (খ) বার্ষিক বৃত্তি বলতে কী বুঝায়? উত্তর ঃ একটি নির্দিষ্ট সময়ের জন্য সম পরিমাণ নগদ আন্তপ্রবাহ অথবা নগদ বহিঃপ্রবাহকে বার্ষিক বৃত্তি বলে। সাধারণত বার্ষিক বৃত্তি ও অগ্রীম বার্ষিক বৃত্তি দুই ধরণের হতে পারে। প্রশ্ন ঃ (গ) পাপনের বার্ষিক বৃত্তির ভবিষ্যত মূল্য নির্ণয় কর। উত্তর ঃ পাপনের বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো- (এখানে পাপন প্রতিবছর শুরুতে টাকা জমা করেন।) অধ্যায় ঃ ২য় ও ৩য় (বহুনির্বাচনী প্রশ্ন) ১। যে বাজারে কোন কোম্পানী সর্বপ্রথম শেয়ার ইস্যু করে তার নাম কি? ক) মুদ্রাবাজার খ) প্রাথমিক বাজার গ) ভোক্তাবাজার ঘ) মাধ্যমিক বাজার ২। যে বাজারে শেয়ার বন্ড ইত্যাদি ক্রয়-বিক্রয় করা হয় তাকে কী বলে? ক) মুলধন বাজার খ) মুদ্রাবাজার গ) বন্ড বাজার ঘ) পণ্য বাজার ৩। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কী বলা হয়? ক) কর্পোরেট বন্ড খ) প্রাইজবন্ড গ) ট্রেজারী বন্ড ঘ) শুন্য কুপন বন্ড ৪। মানি লন্ডারিং এর অর্থ কী? ক) অর্থ প্রদান খ) অর্থ বিনিয়োগ গ) অর্থ গ্রহণ ঘ) অর্থ পাচার ৫। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের লক্ষ্য হলো- i) ক্ষুদ্র ঋণ হ্রাস করা ii) ক্ষুদ্র অর্থায়নের উন্নয়ন iii) ক্ষুদ্র অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৬। যে বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয় তাকে কী বলে? ক) মুদ্রাবাজার খ) প্রাথমিক বাজার গ) মাধ্যমিক বাজার ঘ) মূলধন বাজার ৭। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাজ হচ্ছে- i) পরামর্শ প্রদান ii) ওয়ার্কসপ আহ্বান iii) নিয়ন্ত্রণ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii নিচের উদ্দীপকটি পড় এবং ৮-৯নং প্রশ্নের উত্তর দাও ঃ ঢাকা ফুড লিঃ এর স্বল্প মেয়াদের জন্য নগদ অর্থের প্রয়োজন। এ কারণে প্রতিষ্ঠানটি জামানত ছাড়া ঋণের দলিল লিখিত মূল্যের কমে বিক্রয় করে এবং মেয়াদ শেষে পূর্ণমূল্য পরিশোধ করা হয়। ৮। উদ্দীপকে ঢাকা ফুড কি ধরণের সিকিউরিটি বিক্রয় করেছে- ক) শুণ্য কুপন বন্ড খ) ট্রেজারী বিল গ) প্রত্যয়পত্র ঘ) বাণিজ্যিক পত্র ৯। ঢাকা ফুড যে বাজারে সিকিউরিটি বিক্রয় করেছে তা হলো- ক) ভোক্তা বাজার খ) প্রাথমিক বাজার গ) অর্থবাজার ঘ) বন্ড বাজার ১০। সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কী বলে? ক) অর্থের বর্তমান মূল্য খ) অর্থের সময় মূল্য গ) অর্থের অতীত মূল্য ঘ) অর্থের ভবিষ্যত মূল্য ১১। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কী বলে? ক) চক্রবৃদ্ধিকরণ খ) বাট্টাকরণ গ) মিশ্রকরণ ঘ) বর্তমান মূল্য ১২। সুদের হার ১০% হলে ১ বছর পরে ১১০ টাকা বর্তমানের কত টাকার সমান মুল্য বহন করে? ক) ১০০ টাকা খ) ৯০ টাকা গ) ১০৫ টাকা ঘ) ১১০ টাকা ১৩। কোন উদ্দেশ্যে অর্থের সময়মূল্য বিবেচনা করতে হয়? ক) আয় বৃদ্ধি খ) ব্যয় হ্রাস গ) সম্পদ সর্বাধিকরণ ঘ) মুনাফা সর্বাধিকরণ ১৪। বর্তমান ও ভবিষ্যতে মূল্য সমান হবে- i) মেয়াদকাল শূণ্য হলে ii) সুদের হার শূণ্য হলে iii) বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এক হলে নিচের কোনটি সঠিক? ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৫। “৭২” বিধি কোথায় ব্যবহৃত হয়? ক) দ্বিগুণ খ) তিনগুণ গ) চার গুণ ঘ) সমান উত্তর ঃ (১) খ, (২) ক), (৩) গ, (৪) ঘ, (৫) গ, (৬) ক, (৭) ঘ, (৮) ঘ, (৯) গ, (১০) খ, (১১) ক, (১২) ক, (১৩) গ, (১৪) খ, (১৫) ক
×