১.মক্কাবাসী কাদের উপর নানাভবে অত্যাচার ও নির্যাতন চালাতে থাকে?
ক) মুহাজিরদের খ) আনসারদের
গ) নওমুসলিমদের ঘ) কুরাইশদের
২. কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম কীসের হিসাব নেবেন?
ক) রোযার খ) সালাতের গ) যাকাতের ঘ) হজের
৩. কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিসটি সবচেয়ে বেশি ভারী হবে?
ক) সালাত খ) সাওম গ) উত্তম চরিত্র ঘ) যাকাত
৪. তাওহিদ প্রতিষ্ঠার জন্য হযরত ইবরাহিম (আ) কোথায় নিক্ষিপ্ত হয়েছিলেন?
ক) অগ্নিকুন্ডে খ) মাটির গর্তে গ) সমুদ্রতলে ঘ) গভীর খাদে
৫. কুরআন নাযিল করা হয়েছে মানুষকে-
র. সৎ পথে দেখানোর জন্য রর. অজ্ঞ বানানোর জন্য
ররর. অন্ধকারে নিক্ষেপ করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর
৬. খলিফা মামুন শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তার নাম কী?
ক) বায়তুন নাজাত খ) বায়তুল আমান
গ) বায়তুল হিকমাহ ঘ) বায়তুল ফালাহ
৭. ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ দ্বারা কীসের ঘোষণা দেয়া হয়েছে?
ক) রিসালাতের খ) তাওহিদের গ) তামজীদের ঘ) আকাইদের
৮. উত্তম-আচরণ মানুষকে কী দান করে?
ক) পুণ্য খ) অর্থ গ) সম্মান ঘ) মর্যাদা
৯. কোনটি মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়?
ক) নিফাক খ) শিরক গ) কুফর ঘ) গিবত
১০. খাদিজা (রা) এর বিশ্বস্ত কর্মচারীর নাম কী ছিল?
ক) মাইসারা খ) হালিমা গ) আবু তারিব ঘ) বহিরা
১১. ইমাম গাযযালি (রা) মুসলিম বিশ্বে কী নামে পরিচিত?
ক) আলফে সানী খ) হুজ্জাতুল ইসলাম গ) সুফি ঘ) ওলী
১২. হারবুল ফিজার কত বছর স্থায়ী হয়েছিল?
ক) তিন বছর খ) চার বছর গ) পাঁচ বছর ঘ) ছয় বছর
১৩. অধিকাংশ ধর্মের নামকরণ করা হয় কী অনুসারে?
ক) আচার-আচরণ অনুযায়ী খ) ধর্মীয় নেতাদের নামানুসারে
গ) প্রবর্তক, প্রচারক ও অনুসারী কিংবা জাতির নামানুসারে
ঘ) বিশেষ ব্যক্তির নামানুসারে
১৪. সাওমের মৌলিক উদ্দেশ্য নয়-
র. ক্ষুধার্তদের বুঝতে পারা রর. গরিবদের বুঝতে পারা
ররর. আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর
১৫. ইহকালের পরের জীবনকে কী বলে?
ক) মিযান খ) হাশর গ) জান্নাত ঘ) আখিরাত
১৬. ছয় বছর বয়সে মুহাম্মদ (স) কার আশ্রয়ে লালিত পালিত হয়?
ক) আব্বাস (রা) খ) আবু তালিব
গ) আব্দুল মুত্তালিব ঘ) আমীর হামযা
১৭. মহানবি (স) শান্তিকামী উৎসাহী যুবকদের নিয়ে কী গঠন করেন?
ক) শান্তি কমিটি খ) হিলফুল ফুযুল
গ) ফিজার সন্ধি ঘ) হারবুল ফিজার
১৮. ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের নাম কী?
ক) ইসলাম খ) দীন গ) জিহাদ ঘ) সন্ত্রাসবাদ
১৯. মুমিন গণের মধ্যে পূর্ণ ইমানের অধিকারী কে?
ক) সত্যবাদী খ) দানশীল গ) উত্তম চরিত্রবান ঘ) পরোপকারী
২০. কী কারণে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়?
র. পরনিন্দার কারণে রর. পরচর্চার কারণে ররর. হিংসার কারণে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) ররর
২১. ‘আসাদুল্লাহ’ শব্দের অর্থ কী?
ক) সত্য-মিথ্যার প্রভেদকারী খ) সত্যবাদী
গ) সুন্দর সিংহাসন ঘ) আল্লাহর সিংহ
২২. কোন ইবাদতের মধ্যে নিয়মশৃঙ্খলা মেনে চলার শিক্ষা পাওয়া যায়?
ক) সাওম খ) হজ গ) যাকাত ঘ) সালাত
২৩. রাসুল (স) আমাদের প্রত্যেককে বলেছেন-
ক) আমানতদার খ) রাসুল (স)-এর উম্মত
গ) দায়িত্বশীল ঘ) পরহেজগার
২৪. “নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ খায় নি।” কোন প্রন্থের হাদিস?
ক) বুখারি খ) মুসলিম গ) ইবনে মাযা ঘ) বায়হাকি
২৫. দেশকে ভালোবাসার অর্থ হলো-
র. দেশের মানুষকে ভালোবাসা
রর. দেশের স্বাধীনতা রক্ষা করা
ররর. দেশের সার্বভৌমত্ব রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ররর
২৬. শরিয়ত কোন ভাষার শব্দ?
ক) আরবি খ) ফারসি গ) বাংলা ঘ) মান্দারিন
২৭. কুরআন মাজিদ সর্বপ্রথম কোথায় সংরক্ষিত ছিল?
ক) আরশে খ) সিদরাতুল মুনতাহা গ) লাওহে মাহফুজে ঘ) বায়তুল ইযযাহ
ইসলাম শিক্ষা
প্রকাশিত: ০৩:৪৭, ৩০ নভেম্বর ২০১৬
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: