ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

চাকরি গেলো এনবিআরের ৮ কর্মকর্তার, কিন্তু কেন?

প্রকাশিত: ১৭:০৫, ১৫ জুলাই ২০২৫

চাকরি গেলো এনবিআরের ৮ কর্মকর্তার, কিন্তু কেন?

সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আটজন কর্মকর্তাকে ঘুষ গ্রহণ, কর ফাঁকির সুযোগ দেওয়া, দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের তদন্ত শেষে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মকর্তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের রাজস্ব আদায়ে বাধা দিয়েছেন। কেউ কেউ করদাতাদের সুবিধা দিয়ে ব্যক্তিগত লাভবান হয়েছেন, কেউ আবার জাল দলিলপত্র গ্রহণ করে শুল্ক আদায় এড়িয়ে গেছেন।

এছাড়া তদন্তে প্রমাণ মিলেছে— কয়েকজন কর্মকর্তা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত আর্থিক সুবিধা নিতেন এবং আইনবিরুদ্ধভাবে শুল্ক ছাড় দিতেন। একাধিক ক্ষেত্রে দেখা গেছে, বিপুল পরিমাণ করযোগ্য মালামাল জেনেশুনে 'নন-ডিক্লেয়ারড' হিসেবে পাস করিয়ে দেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন কাস্টমস, ভ্যাট এবং আয়কর বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের কর্মকাণ্ডে সরকারি রাজস্বের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং এতে সরকারের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়েছে।

সরকারি বিধিমালা অনুযায়ী, বরখাস্ত হওয়া এসব কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

অর্থ ও রাজস্ব বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটা সরকারের জিরো টলারেন্স নীতির অংশ। যেই দুর্নীতি করবে, সে যত বড় পদেই থাকুক ছাড় দেওয়া হবে না।”

এনবিআরের অভ্যন্তরীণ সূত্র বলছে, এ পদক্ষেপের ফলে দপ্তরটির অন্য কর্মকর্তাদের মধ্যেও সচেতনতা তৈরি হবে এবং ভবিষ্যতে জবাবদিহিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

হ্যাপী

×