ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

প্রথমবারের মতো নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ১৬:৪৮, ১৫ জুলাই ২০২৫

প্রথমবারের মতো নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে এই প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার অনুষ্ঠিত ওই নিলামে প্রতি ডলারের দর নির্ধারিত হয় ১২১ টাকা ৫০ পয়সা। মোট ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয় এই প্রক্রিয়ায়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে ডলারের দাম কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রপ্তানিকারক ও প্রবাসী আয় নির্ভর অর্থনীতির স্বার্থ রক্ষা এবং বাজারে ডলারের দাম একটি সুনির্দিষ্ট সীমায় রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

 

নিলামে অংশ নেওয়া বেশিরভাগ ব্যাংক ১২০ টাকার আশেপাশে দর প্রস্তাব করলেও বাংলাদেশ ব্যাংক এর চেয়ে কিছুটা বেশি দামে ডলার কেনে। এর মাধ্যমে বাজারে একটি স্থিতিশীল সংকেত দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে ডলার সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বড় অঙ্কে ডলার বিক্রি করেছিল। শুধু গত তিন অর্থবছরেই বিক্রি হয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার।

 

 

এদিকে সাম্প্রতিক সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে বাজারে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৯০ পয়সা।

অর্থনীতিবিদদের মতে, বাজারভিত্তিক ডলার মূল্য নির্ধারণ এবং বাংলাদেশ ব্যাংকের সক্রিয় হস্তক্ষেপ—এই দুইয়ের সমন্বয়ে দেশে মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে।

ছামিয়া

×