ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রমজানে আর্থিক প্রতিষ্ঠান খোলা সাড়ে ৯টা থেকে  ৪টা

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৫, ১৯ মার্চ ২০২৩

রমজানে আর্থিক প্রতিষ্ঠান খোলা  সাড়ে ৯টা  থেকে  ৪টা

.

আসন্ন রমজান মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময় আর্থিক প্রতিষ্ঠান চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রবিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

দেশের আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সময়ের মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট (দুপুর .১৫টা থেকে .৩০টা পর্যন্ত) রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।

×