ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্মার্ট বিজনেস কার্ড ইন্ট্রো

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০০:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

স্মার্ট বিজনেস কার্ড ইন্ট্রো

বাংলাদেশে প্রথম এনএফসি ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ড ইন্ট্রো

বাংলাদেশে প্রথম এনএফসি ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ড ইন্ট্রো। এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন দুটি ইলেকট্রনিক ডিভাইসকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম করে। উদাহরণস্বরূপ, একটি এনএফসি কার্ড এবং একটি এনএফসি সংবলিত ডিভাইস প্রায় ৪ সেমি দূরত্বে ডাটা প্রেরণ করতে সক্ষম। বাংলাদেশে প্রথম এনএফসি স্মার্ট ডিজিটাল বিজনেস কার্ড নিয়ে এলো ইন্ট্রো কার্ড লিমিটেড।

ইন্ট্রো কার্ড বর্তমানে বাংলাদেশে অনেক বহুজাতিক কোম্পানি এবং করপোরেট অফিসগুলি ঐতিহ্যগত কাগজের ভিজিটিং কার্ডের বিকল্প হিসেবে ইন্ট্রো স্মার্ট বিজনেস কার্ড গ্রহণ করছে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে মানুষের নেটওয়ার্কিং এবং যোগাযোগ উন্নত করতে ইন্ট্রো সর্বদা বদ্ধপরিকর। ইন্ট্রো কার্ডটি অর্ডার করতে ভিজিট করতে হবে : www.introcardbd.com এই ওয়েবসাইটে।
অর্থনীতি ডেস্ক

×