ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

১২ শব্দেই সর্বনাশ: এই অ্যাপগুলো এখনই ফোন থেকে ডিলিট করুন

প্রকাশিত: ২১:৫১, ২৮ জুন ২০২৫

১২ শব্দেই সর্বনাশ: এই অ্যাপগুলো এখনই ফোন থেকে ডিলিট করুন

আপনার মোবাইল ফোনে সম্ভবত শতাধিক অ্যাপ রয়েছে—তবে আপনি কি জানেন, কিছু অ্যাপ আপনার ডিজিটাল সম্পদ এক নিমিষেই চুরি করে নিতে পারে? এমনই এক ভয়াবহ হুমকির মুখে পড়েছে গুগল প্লে স্টোর ব্যবহারকারীরা।

সাইবার নিরাপত্তা গবেষণা সংস্থা Cyble সম্প্রতি এমন ২০টিরও বেশি ভুয়া অ্যাপ শনাক্ত করেছে যেগুলো জনপ্রিয় ক্রিপ্টো ওয়ালেটের ছদ্মবেশে প্লে স্টোরে ঢুকে পড়েছে। এসব অ্যাপে প্রবেশ করলেই ব্যবহারকারীদের থেকে ১২ শব্দের মেমোনিক ফ্রেজ চেয়ে নেওয়া হয়, যা মূলত সেই ওয়ালেটের গোপন চাবিকাঠি।

টার্গেট করা হয়েছে যেসব ওয়ালেট ব্যবহারকারীকে:

  • SushiSwap

  • PancakeSwap

  • Hyperliquid

  • Raydium

  • Suiet Wallet

  • OpenOcean Exchange

  • Meteora Exchange

  • BullX Crypto

  • Harvest Finance

এই ভুয়া অ্যাপগুলো অনেক সময় মূল অ্যাপের আইকন ও নাম হুবহু নকল করে। ফলে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে ইনস্টল করে ফেলেন বিপজ্জনক ম্যালওয়্যার।

Cyble জানিয়েছে, এসব অ্যাপের মধ্যে ফিশিং সাইট বা ওয়েবভিউ লুকানো থাকে, যা দিয়ে আপনার ওয়ালেটের সব অর্থ হ্যাকারদের হাতে চলে যেতে পারে।


সতর্ক হোন, এগুলো মুছে ফেলুন:

  • যদি আপনি উপরোক্ত ওয়ালেটগুলোর কোনো নামের মিল পাওয়া অ্যাপ ইনস্টল করে থাকেন, এখনই তা মুছে ফেলুন।

  • Google Play Protect সবসময় চালু রাখুন।

  • অ্যাপ ইনস্টলের আগে ডেভেলপার তথ্য, রিভিউ, ইনস্টল সংখ্যা ও অফিসিয়াল ওয়েবসাইট লিংক চেক করুন।

  • সরাসরি ওয়ালেট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ লিংক ব্যবহার করুন, কখনোই প্লে স্টোরে সার্চ দিয়ে নয়।


 কীভাবে হ্যাকাররা আপনাকে ফাঁদে ফেলছে?

“এই অ্যাপগুলো কৌশলে এমন অনুমতি নেয় যাতে তারা আপনার স্ক্রিনে ভুয়া লগইন ফর্ম দেখাতে পারে, আপনার ক্লিপবোর্ডে থাকা তথ্য পড়ে ফেলতে পারে এবং কী লিখছেন তাও দেখতে পারে,” — Kevin Hoganson, iVerify নিরাপত্তা বিশেষজ্ঞ

অ্যাপগুলো এমন অনুমতিও নেয় যেগুলো দিয়ে আপনার স্ক্রিনের ওপর ভুয়া UI বসিয়ে আসল ওয়ালেট অ্যাপের মতো দেখাতে পারে, এবং আপনি অজান্তেই আপনার পাসফ্রেজ দিয়ে ফেলেন হ্যাকারদের হাতে।

 শেষ কথা:

ক্রিপ্টো ওয়ালেটের নিরাপত্তায় কোনো ছাড় নেই।
আপনার একটি ভুলে সব সম্পদ হারাতে পারেন, আর তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব।

 এখনই আপনার ফোন চেক করুন সন্দেহজনক অ্যাপগুলো ডিলিট করুন এবং সুরক্ষিত থাকুন

Jahan

×