ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক নার্স দিবস: সেবার নিঃশব্দ সেবিকাদের শ্রদ্ধা জানাবার দিন

শেখ ফরিদ

প্রকাশিত: ০০:১২, ১২ মে ২০২৫; আপডেট: ০০:১৬, ১২ মে ২০২৫

আন্তর্জাতিক নার্স দিবস: সেবার নিঃশব্দ সেবিকাদের শ্রদ্ধা জানাবার দিন

ছবি: সংগৃহীত

সাদা ইউনিফর্ম, কাঁধে স্টেথোস্কোপ, চোখে-মুখে ক্লান্তির ছাপ—তবু অক্লান্তভাবে ছুটে চলা একজন নার্স। হাসপাতালের প্রতিটি করিডোরে, অপারেশন থিয়েটার থেকে আইসিইউ কিংবা সাধারণ ওয়ার্ড—সর্বত্রই ছড়িয়ে থাকে তাদের শুশ্রূষার স্পর্শ। রোগীর জ্বর মেপে দেওয়া, ইনজেকশন দেওয়া, রাতভর জেগে থেকে মনোবল জোগানো—সবকিছুতেই নার্সদের উপস্থিতি অনিবার্য, অথচ অনেক সময়েই অপ্রকাশিত। সেই নিঃশব্দ সেবাকর্মীদের সম্মান জানাতেই ১২ মে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস (International Nurses Day)।

এই দিনটি পালনের পেছনে রয়েছে এক ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড। আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর জন্মদিন ১২ মে। তাঁর সম্মানেই ১৯৬৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে এই দিনটিকে নার্সদের অবদান স্মরণ ও শ্রদ্ধা জানানোর জন্য নির্ধারণ করা হয়।


নার্সদের কাজ নিছক চাকরি নয়, এটি একরকম মানবিক দায়িত্ব। রোগী যখন পরিবারের সঙ্গহীন হয়ে কেবল হাসপাতালের বিছানায় শুয়ে থাকে, তখন একজন নার্স-ই হয়ে ওঠেন তার সবচেয়ে কাছের মানুষ। অসুস্থতার মুহূর্তে একটা হাসিমুখ, একটু সাহস জোগানো কথা—এই ছোট ছোট বিষয়গুলোও একজন রোগীর সুস্থতায় বড় ভূমিকা রাখে। আর এই কাজটাই অকপটে করে যান নার্সরা, দিনের পর দিন।

বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময়, বিশ্বব্যাপী নার্সদের আত্মত্যাগ ও সাহসিকতা নতুন করে আলোচনায় আসে। প্রিয়জনদের ছেড়ে দিনের পর দিন কাজ করেছেন তারা, জীবন বাজি রেখে। তাদের সেই অবদান কখনোই ভোলার নয়।


যদিও নার্সরা স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান স্তম্ভ, তবুও অনেক দেশে এখনও তারা প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত। পর্যাপ্ত বেতন, কর্মপরিবেশ, নিরাপত্তা—সব ক্ষেত্রেই তারা নানা রকম সংকটে পড়েন। উন্নত দেশগুলিতে পরিস্থিতির উন্নতি ঘটলেও উন্নয়নশীল দেশগুলোতে এখনো নার্সিং পেশার মর্যাদা নিয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।

২০২৫ সালের আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য—“Our Nurses. Our Future. The Economic Power of Care.” অর্থাৎ, নার্সরাই ভবিষ্যত, আর তাদের যত্নমূলক সেবাই হতে পারে একটি জাতির অর্থনৈতিক শক্তি। এই প্রতিপাদ্য যেমন নার্সদের অবদানের স্বীকৃতি, তেমনই তাদের মর্যাদা বাড়ানোর এক আহ্বান।

এই দিবসে শুধু ফুলের তোড়া বা শুভেচ্ছাবার্তা নয়, প্রয়োজন বাস্তবিক পরিবর্তনের। নার্সদের জন্য উন্নত প্রশিক্ষণ, ন্যায্য পারিশ্রমিক এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই হতে পারে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

নার্সরা শুধু স্বাস্থ্যসেবক নন, তাঁরা মানবিকতার প্রহরী। এই বিশেষ দিনে আসুন, তাদের সম্মান করি মন থেকে।

এসএফ 

×