ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ডি জুরি একাডেমির সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:০৫, ১১ মে ২০২৫

ডি জুরি একাডেমির সেমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিচার বিভাগীয় ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের রচয়িতা, "মাসদার হোসেন মামলা"-এর প্রথিতযশা বিচারক এবং বিচার বিভাগীয় সংস্কারের পথিকৃৎ মাসদার হোসেন আজ ‘ডি জুরি একাডেমি’ পরিদর্শন করেন এবং "From Vision to Verdict: The Path to an Independent Judiciary" শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।

ডি জুরি একাডেমির নিজস্ব ‘মাসদার হোসেন থিয়েটার রুমে’ অনুষ্ঠিত এ সেমিনারে তিনি বলেন, “আমাদের সরকারের অধীনে বেঁধে রাখার যে ইনক্যাডারমেন্ট অর্ডার তা  ultra vires ঘোষিত হয়েছে, অবৈধ ঘোষিত হয়েছে, কিন্তু বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন হয় নি।”


সেমিনারে তিনি বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানিক শাসনের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন। এ আয়োজনে ডি জুরি একাডেমির শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিরা সরাসরি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রতিটি পর্ব ছিল জ্ঞানগর্ভ, অনুপ্রেরণামূলক এবং ভবিষ্যৎ আইন পেশাজীবীদের জন্য দিকনির্দেশনামূলক। শিক্ষার্থীরা বলেন, “মাসদার হোসেনের উপস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীন বিচার ব্যবস্থা কেবল দাবি নয়—এটি একটি চলমান সংগ্রাম।”

ডি জুরি একাডেমির প্রধান নির্বাহী পরিচালক জনাব ওয়ালিদ রহমান স্বপ্নিল বলেন, “আজকের দিনটি ডি জুরি একাডেমির চলার পথে এক বিশেষ অধ্যায়। বিচার বিভাগের এই মহান ব্যক্তিত্বকে সামনে থেকে শোনা এবং তাঁর চিন্তা-দর্শন উপলব্ধির সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ।”


সেমিনারে অংশগ্রহণকারীরা জনাব মাসদার হোসেনের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতায় অভিভূত হন।


তাঁরা বিশ্বাস করেন, এমন উচ্চ মানের জ্ঞানচর্চার আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের আইন পেশাজীবীদেরকে আরও দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও নৈতিকভাবে সুসংগঠিত করে গড়ে তুলবে।


উল্লেখ্য, জনাব মাসদার হোসেন ‘মাসদার হোসেন মামলা’ (১৯৯৯) এর মাধ্যমে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর কর্মজীবন ও আদর্শ সকল বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ আইনজীবীদের অনুপ্রাণিত করে চলেছে।


বাংলাদেশভিত্তিক এই আইনি শিক্ষা প্রতিষ্ঠানটি বার কাউন্সিল, বিচার বিভাগ, ও অন্যান্য পেশাগত পরীক্ষার জন্য সমন্বিত ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করে আসছে। একাডেমি অনলাইন ও অফলাইনের সমন্বয়ে পরিচালিত ক্লাস, ভিডিও কোর্স, মক ভাইভা, পরীক্ষার প্রস্তুতি ইত্যাদির মাধ্যমে আইনশিক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করেছে।


ডি জুরি একাডেমি ভবিষ্যতেও আইন, ন্যায়বিচার এবং বিচার বিভাগের উন্নয়নে এমন জ্ঞানসমৃদ্ধ আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এসইউ

×