ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ধীরে ঘুরছে ফ্যান, গরম হাওয়া বেরোচ্ছে, এই ঘরোয়া টিপসে ১০ গুন বেশি জোরে ঘুরবে ফ্যান

প্রকাশিত: ১৪:১৪, ১১ মে ২০২৫; আপডেট: ১৪:১৫, ১১ মে ২০২৫

ধীরে ঘুরছে ফ্যান, গরম হাওয়া বেরোচ্ছে, এই ঘরোয়া টিপসে ১০ গুন বেশি জোরে ঘুরবে ফ্যান

এই গ্রীষ্মে যখন তাপপ্রবাহ বইছে, পারদ পেরিয়ে যাচ্ছে ৪০ ডিগ্রির ঘর, তখন যদি ঘরের ফ্যানটাও মন্থর হয়ে যায়, তবে অসহ্য অবস্থা তৈরি হওয়াটা স্বাভাবিক। প্রত্যেকের ঘরে তো আর কুলার বা এসি চালানোর সামর্থ্য নেই। তাই যদি ফ্যানটাও ঠিকভাবে না চলে, তাহলে রাগ হওয়াটা খুব স্বাভাবিক। কী ভাবে ঠান্ডা হাওয়া পাবেন সিলিং ফ্যান থেকে?


এই গরমে যদি আপনার ফ্যানও ধীরে চলতে থাকে আর ঘামে ভিজে ওঠেন আপনি—তবে এই ঘরোয়া কৌশলটি একবার জেনে নিন। সহজেই বাড়বে ফ্যানের গতি, মিলবে স্বস্তির বাতাস।

কিন্তু দুশ্চিন্তার কিছু নেই! এখানে আমরা এমন একটি সহজ, কম খরচের উপায় বলব যা কোনও ইলেকট্রিশিয়ান ছাড়াই আপনার ফ্যানের গতি ১০ গুণ পর্যন্ত বাড়াতে পারে। 

কেন ফ্যান ধীরে চলে? ফ্যান ধীরে চলার পেছনে একাধিক কারণ থাকতে পারে—  ফ্যানের ব্লেডে ধুলো জমে যাওয়া  ক্যাপাসিটরের সমস্যা  রেগুলেটরের ত্রুটি  মোটরের মধ্যে অতিরিক্ত ঘর্ষণ। 

এই সব সমস্যার মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হল ক্যাপাসিটরের দুর্বলতা বা খারাপ হয়ে যাওয়া। ক্যাপাসিটারই মূলত ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে। এটি নষ্ট হলে ফ্যান ধীরে চলতে থাকে।

সমাধান কী? ক্যাপাসিটর বদলান আপনার ফ্যান যদি ধীরে চলে, তাহলে সবচেয়ে সহজ উপায় হল ক্যাপাসিটার পরিবর্তন করা। সাধারণত বাজারে ২.৫ মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার মেলে। আপনি এটি বদলে ৪ বা ৫ মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ব্যবহার করুন। এতে তাৎক্ষণিকভাবে ফ্যানের গতি অনেক বেড়ে যাবে। 

অন্য কার্যকর উপায়গুলি ফ্যানের ব্লেড ভালোভাবে পরিষ্কার করুন। ধুলো জমে থাকলে মোটরে চাপ পড়ে, গতি কমে যায়। রেগুলেটর চেক করুন।অনেক সময় রেগুলেটর ঠিকমতো ভোল্টেজ দেয় না। মোটরে তেল দিন। মোটরের বিয়ারিং-এ গ্রিজ বা তেল দিলে  ঘর্ষণ কমে এবং ফ্যান মসৃণভাবে চলে।

এই গরমে যদি আপনিও মন্থর ফ্যানের যন্ত্রণায় ভোগেন, তাহলে উপরের সহজ কৌশলগুলি মেনে চলুন। এতে খুব কম খরচে ও কোনও বিশেষজ্ঞ ছাড়াই আপনি বাড়ির ফ্যানের গতি বাড়াতে পারবেন। গরমে মিলবে আরাম, ফ্যান ছড়াবে ঠান্ডা হাওয়া—ঘর জুড়ে।

ফুয়াদ

×