
প্রকাশনা জগৎ যেন এক রহস্যময় গোলকধাঁধা—কোন বই হিট করবে আর কোনটা পাঠকদের কাছে পৌঁছাতে পারবে না, তা বলা কঠিন। এমন অনেক বিখ্যাত বই আছে, যেগুলো শুরুতে একাধিক প্রকাশক প্রত্যাখ্যান করেছিলেন, অথচ পরে সেগুলো হয়ে উঠেছে যুগান্তকারী বেস্টসেলার। নিচে এমনই ১০টি বইয়ের গল্প তুলে ধরা হলো:
১. ‘Harry Potter and the Philosopher's Stone’ — জে. কে. রাওলিং
জে. কে. রাওলিংয়ের প্রথম হ্যারি পটার বইটি ১২টি প্রকাশনা সংস্থা প্রত্যাখ্যান করেছিল। অনেকে বইটিকে “অত্যধিক দীর্ঘ” ও “অদ্ভুত” মনে করেছিল শিশুদের জন্য।
২. ‘Twilight’ — স্টিফেনি মেয়ার
ভ্যাম্পায়ার ও টিনএজ প্রেম নিয়ে লেখা ‘Twilight’ উপন্যাসটি ১৪ বার প্রত্যাখ্যাত হয়েছিল। অনেকে এর বিষয়বস্তু ও ধারাকে বাজারের অনুপযুক্ত বলে মনে করেছিলেন।
৩. ‘Chicken Soup for the Soul’ — জ্যাক ক্যানফিল্ড ও মার্ক ভিক্টর হ্যানসেন
১৪০টিরও বেশি প্রকাশক ‘ফিল গুড’ টাইপ গল্পের চাহিদা নেই বলে বইটি প্রত্যাখ্যান করেছিল। অথচ পরবর্তীতে এটি হয়ে ওঠে একাধিক খণ্ডে প্রকাশিত জনপ্রিয় সিরিজ।
৪. ‘Carrie’ — স্টিফেন কিং
এই হরর ক্লাসিক উপন্যাসটিও বহুবার প্রত্যাখ্যাত হয়েছিল। কিং হতাশ হয়ে পাণ্ডুলিপি ফেলে দিয়েছিলেন, কিন্তু স্ত্রী তাঁকে উৎসাহ দেন, যা অবশেষে সাফল্যে রূপ নেয়।
৫. ‘Frankenstein’ — মেরি শেলি
মাত্র ১৮ বছর বয়সে লেখা এই বইটি অনেক প্রকাশক প্রত্যাখ্যান করেছিলেন, কারণ লেখক ছিলেন তরুণী—তাঁদের বিশ্বাস ছিল, ‘মেয়েদের লেখা’ বিক্রি হবে না।
৬. ‘Lolita’ — ভ্লাদিমির নবোকভ
বিতর্কিত কনটেন্ট এবং সাহসী বর্ণনার কারণে বহু প্রকাশক ‘Lolita’ ছাপতে অস্বীকার করেন। অনেকে মনে করতেন, এতে সামাজিক প্রতিক্রিয়া তৈরি হবে।
৭. ‘Animal Farm’ — জর্জ অরওয়েল
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজনৈতিক ব্যঙ্গাত্মক এ উপন্যাসটি কয়েকবার প্রত্যাখ্যান হয়েছিল, বিশেষ করে এতে তৎকালীন রাজনীতি নিয়ে সরাসরি সমালোচনা থাকায়।
৮. ‘Dune’ — ফ্রাঙ্ক হারবার্ট
১৫টিরও বেশি প্রকাশনা সংস্থা ‘Dune’ উপন্যাসটি ফিরিয়ে দিয়েছিল। অনেকের মতে, এটি ছিল অতিরিক্ত দীর্ঘ এবং জটিল। অথচ আজ এটি সায়েন্স ফিকশনের রত্ন।
৯. ‘The Time Traveler’s Wife’ — অড্রি নিফেনেগার
সময়ের উলটোপথে ভ্রমণ নিয়ে লেখা এই প্রেমের উপন্যাসটি অনেকেই ‘অদ্ভুত’ ও ‘বোঝার কঠিন’ বলে ফিরিয়ে দিয়েছিল। পরে এটি বেস্টসেলার এবং চলচ্চিত্রে রূপ নেয়।
১০. ‘The Da Vinci Code’ — ড্যান ব্রাউন
যদিও এটি ছিল না ড্যান ব্রাউনের প্রথম বই, তবে এর কাহিনি, ঐতিহাসিক বিতর্ক এবং ‘তথ্য বিকৃতি’র অভিযোগে বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা একে ছাপতে রাজি হয়নি।
এই গল্পগুলো প্রমাণ করে, প্রত্যাখ্যান মানেই ব্যর্থতা নয়। সাহস, ধৈর্য এবং সৃষ্টিশীলতায় যাঁরা বিশ্বাস রাখেন, তাঁরাই একদিন বদলে দিতে পারেন সাহিত্য বা শিল্পের ইতিহাস।
রাজু