ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

দাদুর বাবার দানো ছিল

শাকিব হুসাইন

প্রকাশিত: ২০:২৭, ২২ সেপ্টেম্বর ২০২৩

দাদুর বাবার দানো ছিল

.

দাদুর বাবার বশে ছিল

ইয়া বড় দানো

মাথায় ছিল চুলের পাহাড়

লম্বা ছিল কানও।

দানো ছিল সহজসরল ভীষণ রকম ভোলা-

পা দুটি তার চিকনচাকন গাল ছিল যে ফোলা।

কমলা যদি বলতো তাকে

শুনতে পেতো কলা

এই নিয়ে রোজ দানো নাকি

খুব খেতো কানমলা।

দাদুর বাবার সাথে নাকি কাজ করতো মাঠে-

গোসলও সে করতো নাকি হিজলতলীর ঘাটে। 

দানো নাকি গান গাইতো

অমাবস্যার রাতে-

রাতজাগানি হুতুম পেঁচাও

তাল দিতো তার সাথে।

হঠাৎ করে দানোটা যে হারালো শেষমেশ

দানোর খোঁজে দাদুর বাবাও হলো নিরুদ্দেশ।

×