ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাকা উদ্যানের কয়েক বাসায় ৩০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০১:২৩, ২৫ মে ২০২২

ঢাকা উদ্যানের কয়েক বাসায় ৩০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উদ্যানের কয়েকটি বাসায় অন্তত ৩০টি অবৈধ গ্যাস সংযোগের তথ্য পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিতাস কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল ভবন মালিকরা। দুদকের অভিযানে এক বাড়িতেই ৯টি লাইন অবৈধ পাওয়া গেছে। অভিযানকালে দুদক টিমের উপস্থিতিতে কয়েকটি বাসার গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তার ও মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম ধানম-ির তিতাস অফিস ও ঢাকা উদ্যান এলাকায় সরেজমিন পরিদর্শন করে। দুদকের জনসংযোগ দফতর এ তথ্য জানা গেছে। দুদক জানায়, ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডে এলাকায় প্রায় ৩০টি অবৈধ তিতাস গ্যাস সংযোগ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার করছিল। পরবর্তীতে তিতাস গ্যাসের প্রতিনিধিরা দুদক টিমের উপস্থিতিতে বাসার গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করে। দুদক টিম তিতাস গ্যাসের কর্তৃপক্ষকে উক্ত অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী গ্রাহকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়।
×