ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুসিক নির্বাচন

ইভিএম বাতিলসহ সিইসিকে ৭ দফা মেয়র প্রার্থীর

প্রকাশিত: ২৩:৩০, ২৫ মে ২০২২

ইভিএম বাতিলসহ সিইসিকে ৭ দফা মেয়র প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ আগামী ১৫ জুন অনুষ্ঠেয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ পদ্ধতি বাতিলসহ ৭ দফা দাবি দিয়েছেন এখানে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও ইতিপূর্বে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শঙ্কাহীনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট ও তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নিকট তিনি এসব দাবি জানান। পরে বিকেল ৩টায় নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়ের বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি গণমাধ্যমের নিকটও এসব দাবি তুলে ধরেন। এ সময় তিনি সিইসি ও রিটার্নিং কর্মকর্তার নিকট দেয়া ৭ দফা দাবিনামা সাংবাদিকদের নিকট সরবরাহ করেন। লিখিত ৭ দফায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনসহ সকল নির্বাচনে দিনের ভোট রাতে, কেন্দ্র দখল ভোটার শূন্য কেন্দ্রসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে দেখা যায়- জনগণের মধ্যে সেই আতঙ্ক ও সন্দেহ এখনও বিরাজ করছে। তাই ভোটারদের ভয় ও শঙ্কামুক্ত পরিবেশের বিষয়ে আশ^স্ত করতে হবে। বিকেলে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী সাংবাদিকদের বলেন, ৭ দফা দাবি উল্লেখ করে ওই প্রার্থীর (নিজাম উদ্দিন) লিখিত আবেদন পেয়েছি। আবেদনটি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লেখা। ইভিএম বাতিল, সিটি এলাকায় কর্মরত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বদলিসহ অন্যান্য দাবির বিষয়ে আবেদনটি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে অগ্রগামী করা হয়েছে।
×