ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর উপহারের জমি বুঝে পাচ্ছেন ফুটবলার আঁখি

প্রকাশিত: ০০:২৮, ২২ মে ২০২২

প্রধানমন্ত্রীর উপহারের জমি বুঝে পাচ্ছেন ফুটবলার আঁখি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘প্রথমে ধন্যবাদ দিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যিনি আমাকে ভাল পরিবেশে একটি ঘর করার জন্য জায়গা উপহার দিয়েছেন। ৫-৬ বছর পর হলেও জমিটা পাচ্ছি। প্রধানমন্ত্রীর এই উপহার ভবিষ্যতে আরও ভাল খেলতে অনুপ্রাণিত করবে।’ কথাগুলো আঁখি খাতুনের। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা-নির্ভরযোগ্য এই ডিফেন্ডার শনিবার কথাগুলো বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মেলন কক্ষে বসে। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, আঁখির বাবা আক্তার হোসেন, সিরাজগঞ্জের সাব-রেজিস্টার সামিউল ইসলামসহ আরও অনেকে। বছর ছয়েক আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি পেয়েছিলেন আঁখি। কিন্তু বিভিন্ন জটিলতায় তা বুঝে পাননি। এবার নতুন করে জমি পাচ্ছেন তিনি। আজ রবিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কাছ থেকে আট শতাংশ বা (প্রায় পাঁচ কাঠার বেশি) জমি পেতে যাচ্ছেন আঁখি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় জায়গা দেয়া হয়েছিল। জটিলতা দেখা দেয়। পরবর্তীতে নতুন করে দেয়া হয়েছে। আগামীকাল জেলা প্রশাসন কর্তৃক তার বাবার কাছে জমি হস্তান্তর করা হবে। ধন্যবাদ দিতে চাই সবাইকে। জায়গাটি জলাশয়ের মধ্যে আছে। তা যেন ব্যবহারের উপযোগী করা হয়।’ সিরাজগঞ্জের সাব-রেজিস্টার সামিউল বলেন, ‘আঁখি খাতুন শাহজাদপুরের কৃতী সন্তান। ফুটবল দলের গর্বিত সদস্য। তাকে আট শতাংশ বা প্রায় পাঁচ কাঠার ওপর জমি দেয়া হচ্ছে, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে। সেই কাজ সম্পন্ন করতেই আমার ঢাকায় আসা।’ আঁখির বাবা আক্তার হোসেন বলেন, ‘আমি শুধু আঁখিকে জন্ম দিয়েছি। কিন্তু তাকে বড় করেছে বাফুফে। তাদের সাহায্য না পেলে এই জমি পেতাম না। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’ ছোট্ট টিনের ঘরে বসতি আঁখির পরিবারের। প্রায়ই অসুস্থ থাকেন সাবেক তাঁতী বাবা। সংসার চালাতে হয় আঁখিকেই। ফুটবল খেলে যে ১৬-১৭ লাখ টাকা আয় করেছেন, তা দিয়ে ব্যাংকে এফডিআর করেছেন। তাই দিয়েই চলে সংসার। ২০১৭ সাফ অ-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন। কিন্তু আজও সেই প্রতিশ্রতি জমি পাননি আঁখির পরিবার। আঁখির উত্থান ২০১৪ সালে, বঙ্গমাতা স্কুল ফুটবল থেকে (পাড়গোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়)। ২০১৫ সালে জাতীয় দলের ক্যাম্পে (অ-১৪) ডাক আসে। এরপর প্রতিটি বয়সভিত্তিক দলে খেলেন। খেলেছেন সিনিয়র জাতীয় দলেও।
×