ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষি খাতে ঋণ বিতরণে এবার শতভাগ সফল রাকাব

প্রকাশিত: ১৬:৩৯, ১৯ মে ২০২২

কৃষি খাতে ঋণ বিতরণে এবার শতভাগ সফল রাকাব

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কৃষি খাতে চলতি মূলধন ঋণ বিতরণে শতভাগ সাফল্য অর্জন করল এবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এই ঋণ বিতরণ করেছে কৃষকের ব্যাংক খ্যাত উত্তরাঞ্চলের এই বিশেষায়িত ব্যাংক। এই অর্জনের স্বীকৃতিও মিলেছে। বুধবার ঘটা করে প্রশংসাপত্র প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। রাকাব সূত্র জানায়, দেশজুড়ে মহামারী করোনা সংকটকালে কৃষিখাতসহ অন্যান্য খাতসমূহে সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ওই সময় দেশের খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা হয়। একইসাথে চলতি মূলধন ভিত্তিক কৃষি খাত সমূহে মূলধন সরবরাহে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম চালু হয়। এরইমধ্যে এই স্কিমের আওতায় বরাদ্দকৃত অর্থের শতভাগ কৃষি ঋণ বিতরণ করেছে রাকাব। এ সাফল্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এএন হামিদুল্লাহ্ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার রাকাব ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের হাতে প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (কৃষি ঋণ বিভাগ) আওলাদ হোসেন চৌধুরী ও মহাব্যবস্থাপক আব্দুল হাকিম, রাকাবের ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম। প্রসঙ্গত, এর আগে সিএমএসএমই খাতে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে রাকাব বাংলাদেশ ব্যাংকের প্রশংসা সনদ পেয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর ওই প্রশংসা সনদ প্রদান করা হয়।
×