ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চতুর্থ দিন শেষে ২৯ রানে এগিয়ে টাইগাররা

প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৫ হাজার রান মুশফিকের

প্রকাশিত: ২৩:০৬, ১৯ মে ২০২২

প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৫ হাজার রান মুশফিকের

মোঃ মামুন রশীদ, চট্টগ্রাম থেকে ॥ টেস্ট ম্যাচের ৪ দিনে মাত্র দুই ইনিংস পূর্ণ হওয়ার পর সেখানে বিবর্ণতা চলে আসে। কিন্তু মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশী হিসেবে ৫ হাজার টেস্ট রানে পৌঁছানোর পথে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৬৫ রান তোলায় চট্টগ্রাম টেস্টে আজ শেষদিনেও অবশিষ্ট আছে অনেক রং! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩৯ রান তুলে আছে চ্যালেঞ্জের মুখে। ৫ সেশনের বেশি খেলে প্রথম ইনিংসে ৩৯৭ রানের বড় সংগ্রহ গড়েও এখন তারা ২৯ রানে পিছিয়ে। ৮ উইকেট হাতে থাকলেও আজ পঞ্চম দিনের উইকেটে সকাল থেকেই চাপ নিয়ে ব্যাট করাটা চ্যালেঞ্জে রাখবে লঙ্কানদের। তবে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ‘কনকাসন সাব’ ডানহাতি পেসার কাসুন রাজিথা প্রত্যয় জানিয়েছেন পরিস্থিতি সামলে সারাদিন ব্যাট করার। লঙ্কানদের এই পরিস্থিতিতে ফেলার পেছনে তামিম ইকবালের ১৩৩, লিটন দাসের ৮৮ আর মুশফিকের ১০৫ রানের ইনিংস বড় ভূমিকা রেখেছে। অবিস্মরণীয় কীর্তির পর মুশফিক স্বপ্ন দেখছেন ভবিষ্যতে বাংলাদেশ দলের ব্যাটাররা ৮-১০ হাজার রান করবে। সমালোচনার জবাবে অবিস্মরণীয় কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। যে নজির গড়েছেন তা বাংলাদেশের টেস্ট ইতিহাসে অভূতপূর্ব। প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৫ হাজার রান করতে এই টেস্টে ৬৮ রান প্রয়োজন ছিল তার। সেই রান করতে গিয়ে অবিশ^াস্য ধৈর্যশীল এক ইনিংস খেলেছেন তিনি। তৃতীয় দিন ১৩৪ বলে মাত্র ২ চারে ৫৩ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন এই ১৫ নম্বর জার্সিধারীর মাত্র ১৫ রান প্রয়োজন ছিল প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান ছোঁয়ার। শেষ পর্যন্ত ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে ২৪৬২ নম্বর ম্যাচে মাত্র ৯৯তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে। এদিন আরও ১৫ রান করতে মাত্র ১টি বাউন্ডারি হাঁকিয়েছেন। শেষ পর্যন্ত সেঞ্চুরিও করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বারের মতো। এতে করে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা ও দেশের মাটিতে সর্বাধিক রানের মালিক হয়েছেন মুশফিক। ২৮২ বলে ৪ চারে ১০৫ রানে সাজঘরে ফিরলে তার ইনিংসের সমাপ্তি ঘটে বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়াকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। আর এই সুইপ, রিভার্স সুইপ শটে সাম্প্রতিক সময়ে অনেক ব্যর্থতার কারণে ব্যাপক সমালোচিত হয়েছেন। এদিনও সুইপ করতে গিয়ে আউট হওয়া নিয়ে মুশফিক বলেন, ‘আমি মনে করি এটা খুব ভাল উইকেট এবং ব্যাটিংবান্ধব উইকেট। এখানে যদি ডিফেন্স ভাল করেন তাহলে সোজা ব্যাটে ভাল খেলা যায়, অন্যান্য শট দরকার হয় না। আর একটা জিনিস বলি, আমি কিন্তু আমার দুটি ডাবল সেঞ্চুরিতে রিভার্স শট সফলভাবে খেলেছি। ওই দুটো ডাবল সেঞ্চুরির ভিডিও যদি কারও কাছে থাকে দেখবেন তিন চারটা রিভার্স সুইপ করা আছে। নিশ্চিতভাবে আমি মনে করি এটা আমার খুব পছন্দের শট, একই সঙ্গে বড় ঝুঁকিপূর্ণ শটও। তবু আমি ভবিষ্যতে এই শট খেলা থেকে বিরত থাকব না।’ প্রথম বাংলাদেশী হিসেবে ৫ হাজারে পৌঁছুতে সতীর্থ তামিম ইকবালের সঙ্গে লড়াই ছিল মুশফিকের। ওপেনার হওয়াতে সুযোগটা আগে পেয়ে তামিম ১৩৩ রানও করেন। তার ১৫২ আর মুশফিকের ৬৮ রান দরকার ছিল। সেই পথে ১৯ রান দূরে থাকতেই হাতের অসারতা তামিমকে ৫ হাজারে পৌঁছুতে দেয়নি। তিনি ব্যাটিং থেকে অবসরে যান মুশফিক সবেমাত্র ক্রিজে এসে ১৪ রান করার পর। নিশ্চিতভাবেই তামিম আগে ৫ হাজারে পৌঁছতেন। কিন্তু ভাগ্য বিধাতা মুশফিকের প্রতি সদয় হন। তিনি ১৩৪ বলে ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক হাঁকিয়ে ৫৩ রানে অপরাজিত থাকেন। চতুর্থ দিন আর ১৫ রান দরকার ছিল তার ৫ হাজারে পৌঁছুতে। সেটি করতে অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। আগের দিনের মতোই নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন এবং অহেতুক কোন শট খেলতে যাননি। বিশেষ করে রিভার্স ও স্লগ সুইপ শটে সম্প্রতি বারবার ব্যর্থ হয়ে এবং টানা বড় ইনিংস খেলতে না পারায় ব্যাপক সমালোচিত হচ্ছিলেন। এবার অন্যরকম এক নিয়ন্ত্রিত মুশফিককে দেখেছে সাগরিকা। লাসিথ এম্বুলদেনিয়াকে চার হাঁকান চতুর্থ দিনের সপ্তম ওভারেই, পৌঁছে যান ৬২ রানে। তবে এরপর বাকি ৬ রান করে ৫ হাজারে পৌঁছুতে অতি সতর্ক মুশফিক ২৯ বল হজম করেন। মুশফিককে অভিনন্দন জানিয়েছেন ড্রেসিং রুমে থাকা তামিম। লিটন দাসের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়ে দলকে লিডের কাছে নিয়ে যান মুশফিক। ২০১৮ সালে এই মাঠেই লিটন লঙ্কানদের বিপক্ষে ৯৪ রানে আউট হন, এবার ১৮৯ বলে ১০ চারে ৮৮ করে আবার শতক বঞ্চিত হলেন। তিনি আউট হওয়ার পর ১৩৩ রানে থাকা তামিম নেমেই বোল্ড হলে তারও ৫ হাজার ছোঁয়া হয়নি। দুজনের লড়াই নিয়ে মুশফিক বলেন, ‘ও আমাকে অভিনন্দন জানিয়েছে। আর তামিম তো আমার ২০০ রানের রেকর্ড ভেঙ্গেছিল। এরপর ওই আমাকে বলেছে যে ২-৩ বছরে তুই আবার ২০০ করবি। আমি মনে করি এটা খুব ভাল প্রতিযোগিতা, এটা থাকলে দলেরই ভাল।’ টেস্ট ইতিহাসে ৯৯তম ব্যাটার হিসেবে মুশফিক ৫ হাজার ছুঁতে ৮১ টেস্টে ১৪৯ ইনিংস খেলেন। তামিম ১৯ রান পেছনে ৬৬ টেস্টে ১২৬ ইনিংসে। তাই বাংলাদেশের দ্রুততম পাঁচ হাজারি হওয়ার সুযোগ আছে তার। মাত্র ৫৬ ইনিংসেই ৫ হাজার রান করে দ্রুততম কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। মুশফিক শেষ পর্যন্ত সাগরিকার মাঠে এবং লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় শতক পেয়েছেন। ২০১৩ সালের মার্চে গলে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। ৯ বছর পর তাদের বিপক্ষে শতক পেলেন মুশফিক। ১২ বছর ৪ মাস আগে ভারতের বিপক্ষে সাগরিকায় ১০১ রান করেন। ২ বছর ৩ মাস এবং ১০ টেস্ট ও ১৮ ইনিংস আগে মিরপুরে সর্বশেষ সেঞ্চুরি জিম্বাবুইয়ের বিপক্ষে অপরাজিত ২০৩। আবার সেঞ্চুরি পেলেন অসাধারণ এক কীর্তির ম্যাচে। এই পথে প্রথম ফিফটি ২ চারে ১২৫ বলে, দ্বিতীয় ফিফটি ১৪৫ বলে ২ চারে। সবমিলিয়ে ২৭০ বলে ৪ চারে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পান মুশফিক। তারপর বেশিদূর যেতে পারেননি। বাঁহাতি স্পিনার এম্বুলদেনিয়ার লেগস্টাম্পের বল মিস করে বোল্ড হন। ফলে ৪৫৯ মিনিট ও ২৮২ বলের ইনিংস শেষ হয় ১০৫ রানে। বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট লড়াইয়ে ছাড়িয়েছেন কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে। দুদলের লড়াইয়ে এখন দ্বিতীয় সর্বাধিক রান মুশফিকের। তিনি লঙ্কানদের বিপক্ষে ১৬তম টেস্টে ২৮ ইনিংসে করেছেন ১১৪৮ রান। ১৫ টেস্টের ২১ ইনিংসে সাঙ্গাকারা সর্বাধিক ১৮১৬, জয়াবর্ধনে ১৩ টেস্টের ১৭ ইনিংসে ১১৪৬ রান করেন। এর আগে বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি রান ছিল মোহাম্মদ আশরাফুলের। তিনি ১৩ টেস্টের ২৬ ইনিংসে ১০৯০ রান করেছেন। ঘরের মাঠে এখন টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রান মুশফিকের। তার আগে তামিম ইকবালের রান ছিল ৩৮ টেস্টে ৭১ ইনিংসে ২৭৫৩। মুশফিক ৪৬ টেস্টে ৮২ ইনিংসে করেছেন ২৮৪৭। সাগরিকাতেও আগে থেকে সেরা মুশফিক ১৪০৬ রান করে। তার পেছনে মুমিনুল হক ১২০৫ রান নিয়ে। এত কীর্তি গড়ে মুশফিক ফিরে যাওয়ার পর আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। সাকিব আল হাসানও ইনিংস বড় করতে পারেননি। ৪৪ বলে ৩ চারে ২৬ রানে সাজঘরে ফিরেছেন বাজে শটে। প্রথম ইনিংস ৪৬৫ রানে থেমেছে শেষ ব্যাটার হিসেবে শরিফুল ইসলাম আঘাদত পেয়ে মাঠ ছাড়ার কারণে। তবে ৬৮ রানের লিড পায় বাংলাদেশ। ৬০ রানে ৪ উইকেট নিয়ে রাজিথা ও ৭২ রানে ৩ উইকেট নিয়ে আসিথা ফার্নান্দো ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। ইনিংস শেষে সাজঘরে ফিরে সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কেক কেটে ৫ হাজার রানের উদযাপন করেন মুশফিক। সে বিষয়ে বলেন, ‘খুবই ভাল লাগছে যে প্রথম বাংলাদেশী হিসেবে আমি ৫ হাজার রান করেছি এবং আমি আশা করছি এটাই প্রথম না, আমি মনে করি যে অনেক খেলোয়াড়রা আছে যারা অনেক সামর্থ্যবান। শুধু সিনিয়র আমরা যারা আছি তারা না। যারা জুনিয়র আছে ইনশাআল্লাহ ওরাও আমি মনে করি যে, ভবিষ্যতে দেখতে পারব তারাও ৮-১০ হাজার রান করছে টেস্টে।’ দলের সর্বকনিষ্ঠ সদস্য, তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়কে কেক খাইয়ে বলেছেন, ‘তুই এখানে সবচেয়ে কনিষ্ঠ ব্যাটসম্যান। তোর সম্ভাবনা আছে ১০ হাজার রান করার। আমি আশা করি তুই সেদিন অন্য নতুন কাউকে এরকম কেক খাইয়ে দিবি। আর এই ক্রমানুসারে সামনে এগিয়ে যাবে।’ দিনশেষে ওশাদা ফার্নান্দো (১৯) ও নাইটওয়াচম্যান এম্বুলদেনিয়ার (২) উইকেট হারিয়ে ৩৯ রান তুলে এখনও দ্বিতীয় ইনিংসে ২৯ রান পিছিয়ে লঙ্কানরা। চাপে থাকলেও রাজিথা বলেছেন, ‘আমাদের ব্যাটাররা অনেক ভাল। খুব ভালভাবেই পরিস্থিতি সামাল দিতে পারব আমরা এবং আশা করি সারাদিন ব্যাট করতে পারব।’
×