ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে সুইডিশ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৮:৪৪, ১৮ মে ২০২২

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে সুইডিশ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের হাইকমিশনার আলেকজান্ডা বার্জ ভনলিন্ডের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য স্বাক্ষাত করেছেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নবায়ণযোগ্য জ্বালানিও সুইডেনের অবস্থান নিয়ে আলোচনা করেন। সুইডিশ কোম্পানি এইচএন্ডএম এর গ্লোবাল হেড ইউসুফ ইলনাটুর জলবায়ু পরিবর্তন, জ্বালানি, নাবায়ণযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর ও রিসাইক্লিনিং নিয়ে আলোকপাত করেন। কার্বন ইমিউশন ও এর প্রতিকার নিয়েও আলোচনা হয়। এসময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্লীন এনার্জি প্রসারে কাজ করছে। কার্বন ইমিউশন বাংলাদেশ খুবই কম করে অথচ ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে অন্যতম। কার্বনট্রেডের আওতায় এখানে বিনিয়োগ হতে পারে যাতে কম মূল্যে নবায়ণ যোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ পাওয়া যায়। ফুয়েল মিক্সে ক্লীন এনার্জি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এইচএন্ডএম এবং সুইডেন স্লেডার সঙ্গে সমন্বয় করে অংশীদারিত্বের ভিত্তিতে এগুলো বাংলাদেশে নবায়ণযোগ্য জ্বালানি বা সবুজ রূপান্তর আরো দ্রুত হবে। এসময় পরিবেশ বান্ধব জ্বালানি এবং সংশ্লিষ্ট খাতে কারিগরি ও প্রযুক্তি সহায় তা নিয়েও আলোচনা করা হয়। এসময় প্রতিনিধি দলে অন্যান্যের মাঝে সুইডিশ এ্যাম্বাসির প্রথম সচিব এ্যানা ভানটেসন, কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, এইচএন্ডএম-এর পাবলিক এ্যাফেয়ার ম্যানেজার, মাশাররাত কাদের, এইচএন্ডএম-এর এনভর্নমেন্ট প্রোগ্রাম ম্যানেজার, তানজিদা ইসলাম ও এইচএন্ডএম-এর পাবলিক এ্যাফেয়ার ম্যানেজার, নুসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।
×