সংবাদদাতা, ধামরাই, ঢাকা ॥ ঢাকার ধামরাইয়ে অনুমতি ছড়াই কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে মাসুদ কবির নামের এক মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাটি ব্যবসায়ী মাসুদ কবির উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৮ জানুয়ারি) এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন,স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী জানতে পারি উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের কাজ চলছে। এবং চারপাশের জমি ভেঙে পড়ছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমিতে পুকুর খননের অপরাধে মাসুদ কবির নামের এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ফসলি জমিতে পুকুর খনন করার আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে। যাচাই-বাছাইয়ের পর জেলা প্রশাসক অনুমোদন দিলে তবেই পুকুর খনন করা যাবে। এর বাইরে কেউ ফসলি জমিতে পুকুর খনন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।