ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় লরির ধাক্কায় বাস খাদে নিহত ১, আহত ১২

প্রকাশিত: ২০:৫৪, ১৯ জানুয়ারি ২০২২

গজারিয়ায় লরির ধাক্কায় বাস খাদে নিহত ১, আহত ১২

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শান্তিনগর এলাকায় মঙ্গলবার দুপুরে থেমে থাকা মিনিবাসকে পিছন থেকে সিমেন্ট বোঝাই লরি ধাক্কা দিলে বাস খাদে পড়ে গিয়ে এক নারী যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। নিহত নারী শ্রমিকের নাম জিননাহার বেগম(৩৩)। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। বিকাল ৩ টার দিকে ফায়ার সার্ভিস চালিয়ে মিনিবাসের ভেতরে তল্লাশী চালিয়ে নারীর মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি তুলার কারখানার শ্রমিকদেরকে নিয়ে মিনিবাসটি দুপুর দেড়টায় দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড থেকে একই উপজেলার বাউশিয়া পাখির মোর যাচ্ছিল। পথমধ্যে বাসটি শান্তিনগর এলাকায় থামিয়ে যাত্রী উঠাচ্ছিল। এ সময় সিমেন্ট বোঝাই লোরি (ঢাকা মেট্রো শ -১৪-০৬৫০) পিছন দিক থেকে থেমে থাকা মিনি বাসকে ধাক্কা দিলে বাস এবং সিমেন্টবোঝাই লরি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এক নারী নিহত হয় এবং ১২ আহত হয়। আহতদের মধ্যে রয়েছে মৌসুমি (২২) সীমা (২৮) নুরনাহার (৩৫) আকলিমা (১৫) হাসি (১৮) সাগর (২৫) রূপালি (১৬) পপি (১৮)আনোয়ারা (৪৮), ডালিয়া (১৮) আহত হয়। এ ব্যাপারে গজাারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শহজালাল বাবুল বলেন,এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যার সয়স ৩৩ বছর। বাড়ি সুনামগঞ্জ জেলায়। আহত ১০/১২ জনকে স্থানীয় ও বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতরা প্রায় সকলেই নারী শ্রমিক বলে তিনি জানান।
×