ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিক্সিং মালিকের বিরুদ্ধে বিস্ফোরক ওয়ার্ন

প্রকাশিত: ০০:১০, ৯ জানুয়ারি ২০২২

ফিক্সিং মালিকের বিরুদ্ধে বিস্ফোরক ওয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৯৪ সালে করাচিতে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগে শেন ওয়ার্নকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সেলিম মালিক। দীর্ঘ ২৭ বছর পর সেই তথ্য দিলেন অস্ট্রেলিয়ান লেগস্পিন কিংবদন্তি, ‘মালিক বলেছিল ভাল খেলা হচ্ছে। আমি বলেছিলাম, কাল মনে হচ্ছে আমরাই জিতব। সেই সময় ও বলে, আমরা হারতে পারব না। তুমি জানো না পাকিস্তানের মাটিতে আমরা হারলে কী হতে পারে। আমাদের বাড়ি জ্বালিয়ে দেয়া হবে, আমাদের আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেয়া হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি বুঝতে পারছিলাম না কী বলব। আমি অবাক হয়ে চুপ করে বসেছিলাম কিছুক্ষণ। তার পর বলেছিলাম কাল তোমাদের হারাবোই।’ ২ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রস্তাব দেয়া হয়েছিল বলে জানান ওয়ার্ন। যদিও সেই ম্যাচ শেষ পর্যন্ত জিততে পারেনি অস্ট্রেলিয়া। শেষ দিনে অস্ট্রেলিয়ার ৭ উইকেট প্রয়োজন হলে ইনজামাম ও মুশতাকের ব্যাটিংয়ে ১ উইকেট হাতে রেখেই করাচি টেস্টে জয় পায় পাকিস্তান। ম্যাচ সেরা নির্বাচিত হন শেন ওয়ার্ন। বিষয়টি ওয়ার্ন তার অধিনায়ক মার্ক টেলরকে জানিয়েছিলেন।
×