ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছয় বছরেও শেষ হয়নি বরিশাল সিটি সুপার মার্কেটের নির্মাণ কাজ

প্রকাশিত: ১৩:০২, ৯ ডিসেম্বর ২০২১

ছয় বছরেও শেষ হয়নি বরিশাল সিটি সুপার মার্কেটের নির্মাণ কাজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ছয় বছরেও শেষ হয়নি বরিশাল সিটি সুপার মার্কেটের নির্মাণ কাজ। ফলে মার্কেটের মূল লক্ষ্য নগরবাসীকে বাণিজ্যিক সেবাদান বিপর্যস্থ হয়ে পরেছে বলে জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। সূত্রমতে, ২০১৫ সালের ২৬ এপ্রিল নগরবাসীকে বাণিজ্যিকভাবে সেবাদানের লক্ষ্যে সিটি সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু করা হয়। সাততলা ভবনের প্রতি ফ্লোরে ১৯টি করে মোট ১৩৩টি স্টল নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান নুশরাত বিল্ডার্স। প্রথমে নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছিল ১৭ কোটি টাকা। পরবর্তীতে আরও পাঁচ কোটি টাকা বৃদ্ধি করে ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ ২০১৭ সালে শেষ করার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ের ছয়বছর পেরিয়ে গেলেও অদ্যবর্ধি মার্কেট নির্মাণ কাজ শেষ হয়নি। সিটি কর্পোরেশনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশালবাসীর জন্য সাততলা বিশিষ্ট ভবন সিটি সুপার মার্কেট এটাই প্রথম। বহুতল ভবন বিশিষ্ট সিটি সুপার মার্কেট নির্মিত হলে নগরবাসী এর সুফল ভোগ করতে পারবে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ রেখেছেন। গত ছয় বছরে মাত্র চার তলার কাজ শেষ করা হয়েছে। অপরদিকে নির্মাণ কাজ শেষ না হওয়ায় পুরাতন ভবনের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। পুরাতন ভবনের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, বিগত একযুগ ধরে সিটি সুপার মার্কেটে একটি স্টল পাওয়ার জন্য অপেক্ষা রয়েছি। কবে যে নির্মাণ কাজ শেষ হবে তা কেউ বলতে পারছেন না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোতালেব হোসেন বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান নুশরাত বিল্ডার্স দীর্ঘদিন থেকে সিটি সুপার মার্কেটের নির্মাণ কাজ ফেলে রাখায় রিটেন্ডারের আহবান করা হবে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।
×