ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বারি পরিদর্শনে কানাডার প্রতিনিধি দল

প্রকাশিত: ২১:৩৭, ৭ ডিসেম্বর ২০২১

বারি পরিদর্শনে কানাডার প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কানাডা’র তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে ছিলেন কানাডা’র ইউনিভার্সিটি অব সাচকাচুয়ানের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর বঙ্গবন্ধু রিচার্স চেয়ার ইন ফুড সিকিউরিটি মি. এনড্রিও শার্প, একই ইউনিভার্সিটির জিআইএফএস এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান পারভেজ আহমেদ এবং সাস্কাটুন কানাডা’র ন্যাশনাল রির্চাস কাউন্সিল (এনআরসি) এর রিচার্স সাইন্টিস্ট পঙ্কজ ভৌমিক। অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ। পরে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে বারি’র বিজ্ঞানীদের সঙ্গে প্রতিনিধি দল ভবিষ্যতে গবেষণার পরিকল্পনা বিষয়ক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল্লাহ ইউফুছ আকন্দ, পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুল হক খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান টেকনিক্যাল অফিসার মো. মুস্তাফিজুর রহমান সহ বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের জীব প্রযুক্তি ও পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের ল্যাব ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
×