ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টি থেমেছে, মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর সম্ভাবনা

প্রকাশিত: ১০:৪৫, ৭ ডিসেম্বর ২০২১

বৃষ্টি থেমেছে, মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর সম্ভাবনা

অনলাইন ডেস্ক ॥ টানা বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্টের চতুর্থ দিনেও খেলা শুরু হয়নি নির্ধারিত সময়ে।তবে আজ সকালে বৃষ্টি অবশেষে থেমেছে।তাই খেলা শুরুর সম্ভাবান দেখের দিয়েছে। সকাল ১০টা ১০ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।তবে চতুর্থ দিনের খেলা কখন শুরু করা সম্ভব হবে সেটা জানা যায়নি ইতিমধ্যে কাভার সরিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ফুটবল খেলে গা গরম করছেন। মিরপুর টেস্টে তৃতীয় দিনে দুই দল মাঠেই আসেনি। অবশ্য চতুর্থ দিনে আশার ছবি দেখে সকালেই মাঠে চলে এসেছেন দুই দলের ক্রিকেটাররা। টিপটিপ বৃষ্টিতে হালকা গা গরম করে নিয়েছেন কয়েকজন। বাংলাদেশ দলের কয়েকজনকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে। প্রথম দিনে আলোর স্বল্পতা আর বৃষ্টির কারণে মাত্র ৫৭ ওভার খেলা সম্ভব হয়ছিলো। দ্বিতীয় দিনে লাঞ্চের পর খেলা শুরু হলেও মাত্র ৬.২ ওভার খেলার পর বৃষ্টি আসে। তাই আবার থেমে যায় খেলা। রবিবার ৩৮ বল খেলে পাকিস্তন করেছে ২৭ রান। এই সময় বাবর আজম ১১৩ বল খেলে ৭১ ও আজহার আলী ১৩৬ বল খেলে ৫২ রান করে ব্যাটিং করছেন। দ্বিতীয় দিন বৃষ্টিতে কারণে খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তান ২ উইকেট হারিয়ে করেছে ১৮৮ রান। দুই দিনে সর্বমোট খেলা হয়েছে ৬৩.২ ওভার। তৃতীয় দিনে একটি বলও খেলা সম্বব হয়নি টান বৃষ্টির কারণে। আজ ম্যাচের চতুর্থ দিনে কালো মেঘ ফুঁড়ে একটু আলোর রেখাও ফুটে উঠেছে। তাতে উজ্জ্বল হয়েছে আশা। প্রথম সেশনে না হলেও অন্তত পরে হতে পারে খেলা। তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১ম ইনিংস: ৬৩.২ ওভারে ১৮৮/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫২*, বাবর ৭১*; ইবাদত ১২-১-৪৮-০, খালেদ ৭.২-১-২৬-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)।
×