ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ওমিক্রন নিয়ে সতর্ক বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০১:৫৬, ২ ডিসেম্বর ২০২১

ওমিক্রন নিয়ে সতর্ক বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ভয়ঙ্কর ওমিক্রন নিয়ে আবারও সতর্ক বার্তা উচ্চারণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন। তিনি জানান, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ইস্যুতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব শান্তি সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ড. মোমেন বলেন, সাউথ আফ্রিকা থেকে পেসেঞ্জার আসা বন্ধ করে দিয়েছি। আগে যারা আসছে তাদেরও আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। আমরা আমাদের আফ্রিকা দূতাবাসে বার্তা পাঠিয়েছি- বলেছি সেখানে যারা আছেন এখন যেন তাদের দেশে আসতে নিরুৎসাহিত করা হয়। এলে কিন্তু স্পেশাল কোয়ারেন্টাইন অর্থাৎ ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।
×