ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্তন ক্যান্সারে ভয় নয় জরুরী সচেতনতা

প্রকাশিত: ০০:৩২, ২৮ নভেম্বর ২০২১

স্তন ক্যান্সারে ভয় নয় জরুরী সচেতনতা

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালে মানুষের দেহে ক্যান্সার নির্ণয় তথা ক্যান্সার স্ক্রিনিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এমন অবস্থায় স্তন ক্যান্সার নিয়ে ভয় নয় বরং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই রোগে সচেতনতার বিকল্প নেই বলেও মন্তব্য করছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচীর মূল্যায়ন, সুপারিশ উপস্থাপন ও আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও আন্তর্জাতিক রোটারি জেলা ৩২৮১ এর যৌথ আয়োজকরা জানান, এমনিতে নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং আমাদের দেশে কাক্সিক্ষত সফলতা পায়নি নানাবিধ কারণে। এমতাবস্থায় গত অক্টোবর মাসে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের অন্তর্ভুক্ত ১৭টি সংগঠন ও রোটারির ৪১টি ক্লাব মিলে ১০ অক্টোবর ৯ম বারের মতো সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন ও মাসব্যাপী সচেতনতা ও ফ্রি স্ক্রিনিং কর্মসূচীর আয়োজন করে। প্রত্যাশার বেশি সাড়া এবং স্ক্রিনিং সেবায় গুণগত উত্তরণের পাশাপাশি এর সীমাবদ্ধতা বিশ্লেষণ ও এর প্রেক্ষিতে কিছু সুপারিশ তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমেদ ও রোটারি জেলা ৩২৮১ এর গবর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী উপস্থিত ছিলেন। প্যানেল আলোচক হিসেবে বিশিষ্ট গাইনি অনকোলজিস্ট অধ্যাপক ডাঃ সাবেরা খাতুন ও ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ স্বপন বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেন। এ সময় ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, জাতীয়ভাবে স্তন, জরায়ু ও মুখগহ্বর ক্যান্সার রোধে কর্মসূচী প্রয়োজন। নারীদের পাশাপাশি স্কুল শিক্ষার্থীদেরও এ রোগে সচেতনতার আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, ক্যান্সার নিয়ন্ত্রণে জাতীয় কৌশলপত্র, কর্মপরিকল্পনা ও কর্মসূচী প্রণয়ন ও তার আওতায় প্রতিরোধ, রোগ নির্ণয়, স্ক্রিনিং, চিকিৎসা ও প্রশমন সেবাকে সমান গুরুত্ব দিয়ে সর্বসাধারণের কাছে পৌঁছে দেয়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। অনুষ্ঠানে স্তন ক্যান্সার সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও সক্রিয় অংশগ্রহণের জন্য ৫ জন নারী সাংবাদিক, ৩ জন ক্যান্সার সার্ভাইভার, ২ জন সংগঠক ও সরকারী-বেসরকারী ৫টি সংগঠন/প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।
×