ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য লিটনের

প্রকাশিত: ২৩:৪৪, ২৮ নভেম্বর ২০২১

ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য লিটনের

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ ওয়ানডে ও টি২০ ক্রিকেটে টানা ব্যর্থতায় তীব্র সমালোচনা আর ট্রলের শিকার লিটন কুমার দাস কোণঠাসা হয়ে পড়েন। এমনকি পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজে বাদ পড়েন। আবার দলে ফিরেছেন টেস্টে, চট্টগ্রামে প্রথম ইনিংসেই করেছেন বাজিমাত। আগে দুইবার ৯৪ ও ৯৫ রানে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত ছিলেন, এবার ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন দলের বিপর্যয়ের মুহূর্তে। সবমিলিয়ে স্বস্তি ফিরেছে লিটনের। অবশ্য স্বল্প পরিসরে ব্যর্থ হলেও টেস্টে রানের মধ্যেই ছিলেন। সেই ধারাবাহিকতা রাখাই লক্ষ্য লিটনের। কিন্তু দীর্ঘ পরিসরের ক্রিকেটে তা চ্যালেঞ্জিং এবং পরিশ্রমেই সফল হতে চান বলে জানিয়েছেন তিনি। দলীয় রান যখন ৪ উইকেটে ৪৯ তখন ক্রিজে এসে মুশফিকুর রহিমের সঙ্গে ২০৬ রানের জুটি গড়েন লিটন। ২৩৩ বলে ১১ চার, ১ ছক্কায় ১১৪ রান করা লিটন বলেন, সব মিলিয়ে আমরা দুজনেই কঠিন পরিস্থিতিতে ছিলাম, দুজনেই প্রত্যাবর্তন করেছি। দুজনেই দুজনকে সমর্থন দিয়েছি। অনেক প্রতীক্ষার পর ক্যারিয়ারের ২৬তম টেস্টে ৪৩তম ইনিংসে নেমে প্রথম সেঞ্চুরি পেয়েছেন। দুইবার নার্ভাস নাইনটিজে আউটও হয়েছিলেন। লিটন বলেন, অনুভূতি তো সব সময় ভাল। কোন ব্যাটসম্যান যদি সেঞ্চুরি করে তার থেকে বড় কিছু থাকে না পাওয়ার। এই শতকের নেপথ্য কারণ হিসেবে তিনি বলেন, টি২০তে যে জন্য আমাকে বিরতি দিয়েছিল হয়তো সেটাই হয়েছে মূল ফল। আমি প্রক্রিয়া অনুসরণ করব। একশ’ করেছি দেখে পরদিন নামলে যে আবার একশ’ হবে তেমনটা না। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। শূন্য থেকে শুরু করতে হয়, সবসময়ই চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব যেভাবে গত ৬-৭ টেস্টে খেলেছি সেভাবে খেলার। টেস্ট ক্রিকেটের জন্য যেটুক প্রস্তুতি দরকার সেটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। যখন বিকেএসপিতে ছিলাম জাতীয় লীগের ম্যাচে তখন ফাহিম স্যার ও মন্টু স্যারের সঙ্গে আলাপ করেছিলাম। সেখান থেকে আসার পর চট্টগ্রামে আমাদের যে দুটো অনুশীলন সেশন করেছি স্ট্যান্সে কিছু একটা পরিবর্তন করেছে। আমার কষ্ট ছিল, পরিশ্রম ছিল।
×