ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোবিন্দগঞ্জে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০, দোকান ভাংচুর

প্রকাশিত: ১৮:২৭, ২৪ নভেম্বর ২০২১

গোবিন্দগঞ্জে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০, দোকান ভাংচুর

সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থী কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত এবং ১০টি দোকান ভাংচুর করা হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার পরে মহিমাগঞ্জের বটতলায় নির্বাচনী অফিস করাকে কেন্দ্র করে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুর রহমান মুন্সির সমর্থক ও আ’লীগ বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় চা, টাইলস ও গালামালসহ ১০টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার রাতে ফারুক হোসেন ও হামিদুল হক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত করা হচ্ছে।
×