ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

“ভবিষ্যতে হাতি শুধু বইয়ের পাতাতেই থাকবে”

প্রকাশিত: ১৯:২৩, ১৭ নভেম্বর ২০২১

“ভবিষ্যতে হাতি শুধু বইয়ের পাতাতেই থাকবে”

জাবি সংবাদদাতা ॥ দেশব্যাপী ক্রমাগত হাতি নিধন বেড়েই চলেছে। কখনো গুলি করি , কখনো বা বৈদ্যুতিক ফাঁদ পেতে। ২০২১ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সর্বমোট ২৫টি হাতি হত্যার ঘটনা ঘটেছে। যার মধ্যে গত দশদিনে মোট ০৫ টি হাতি হত্যার ঘটনা ঘটেছে। বাস্তুসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ এবং বিপন্নপ্রায় এই প্রাণি হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুর দেড়টায় জাবি কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংগঠনটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান জনকণ্ঠকে বলেন, “এভাবে হাতি নিধন চলতে থাকলে ভবিষ্যতে হাতি শুধু বইয়ের পাতাতেই থাকবে। হাতি মারার আগে আমাদের ভাবতে হবে হাতি আমদের লোকালয়ে আসেনি বরং হাতির বাসস্থানেই আমরা লোকালয় গড়ে তুলছি।” এসময় হাতি নিধনের প্রতিবাদে কাকতাড়–য়া পাপেট থিয়েটারের আয়োজনে একটি সচেতনতামূলক পুতুলনাট্য পরিবেশন করা হয়। কাকতাড়–য়া পাপেট থিয়েটার দলের সদস্য আসাদুজ্জামান আশিক বলেন, “আমরা নিজেরাই আমাদের সুন্দর পরিবেশটা ধ্বংস করছি। এভাবে হাতি হত্যা অব্যহত থাকলে শীঘ্রই পরিবেশ থেকে হাতি বিলুপ্ত হয়ে যাবে।”
×