ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেজর সিনহা হত্যা ঘটনায় সাক্ষী গ্রহণ শুরু

প্রকাশিত: ১৩:৩৫, ২৫ অক্টোবর ২০২১

মেজর সিনহা হত্যা ঘটনায় সাক্ষী গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ হত্যা মামলায় ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার শুরু হয়ে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে। পঞ্চম দফায় ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলায় মোট ৮৩ জন সাক্ষীর মধ্যে আজ ষষ্ঠ দফায় ২৫-২৭ অক্টোবর পর্যন্ত সাক্ষ্যগ্রহণের জন্য ২৪জন সাক্ষীকে সমন পাঠিয়েছে আদালত। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সকাল পৌনে ১০টায় কারাগার থেকে বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ ১৫ আসামিকে প্রিজনভ্যানে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। তিনি বলেন, চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে আমাদের প্রচেষ্টা রয়েছে। মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী মামলার দ্বিতীয় সাক্ষিকে রিকলের আবেদন করেছেন। এটি মামলার গতিশীল কার্যক্রমকে স্থবির করার পাঁয়তারা। উল্লেখ্য ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো: রাশেদ খান।
×