ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজাকার পুত্রের নৌকা প্রতিক বাতিলের দাবিতে যশোরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: ১৬:০৫, ২৪ অক্টোবর ২০২১

রাজাকার পুত্রের নৌকা প্রতিক বাতিলের দাবিতে যশোরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাকার পুত্র আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক পাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রায়পুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ। আজ রবিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৃথক ভাবে এ মানবন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহনকারী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী বলেন, বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিল্লাল হোসেন। ওনার বাবা কুখ্যাত রাজাকার মোহাম্মদ আলী। তারা স্বপরিবারেই রাজাকার ছিলো। উপজেলা কমিটি থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় বিল্লাল হোসেনকে রাজাকারের ছেলে বলে সুপারিশও করা হয়েছিলো। তার পরেও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারীদের জনপ্রতিনিধি করার সুযোগ দিচ্ছে; তাও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা এটা খুবই লজ্জাজনক। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার, বিল্লাল হোসেনকে শান্তি কমিটির স্থানীয় সভাপতি মোহাম্মদ আলীর পুত্র অভিহিত করে বলেন, বিল্লালের বড় ভাই শাহাদৎ হোসেন ছিলেন চিহ্নিত রাজাকার। আমরা চাইনা কোন রাজাকারের সন্তান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক। এরা জনপ্রতিনিধি হলে বাঙালী জাতির জন্য হবে কলঙ্কজনক। এ কারনে আমরা চাই বিল্লালের দলীয় মনোনয়ন বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারি নতুন কাউকে নৌকা প্রতিক দেয়া হোক। মানববন্ধন চলাকালে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লাল মিয়া, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ইয়াকুব আলী, ডা. ইরাদত আলী, হাফিজুর রহমান, আলী বক্স, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও আওয়ামী লীগনেতা মফিজুর রহমান, রিপন হোসেন, মাসুদুর রহমান রাজু প্রমুখ।
×