ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীতে টিকা নিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ১৬:৫৪, ২০ অক্টোবর ২০২১

সোহরাওয়ার্দীতে টিকা নিয়ে বিক্ষোভ

অনলাইন রিপোর্টার ॥ করোনার টিকা না পেয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। বুধবার সকাল থেকে টিকার দাবিতে আন্দোলন শুরু করেন প্রবাসীরা। এসময় তারা টিকা না নিয়ে ফিরবেন না বলেও স্লোগান দিতে থাকেন। প্রবাসীদের অভিযোগ, টিকা নেওয়ার জন্য এসএমএস দিয়ে এখন টিকা নিতে এলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ছুটির কারণে টিকা দেওয়া হবে না। টিকাপ্রত্যাশীরা বলছেন, তাদের পাঠানো এসএমএসে দেওয়া তথ্যানুযায়ী বুধবার সকাল ১০টায় টিকা নিতে হাসপাতালে জড়ো হন তারা। এসে দেখেন ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে টিকা দেওয়া হচ্ছে না। বুধবার ছুটি সেটাও হাসপাতাল থেকে জানানো হয়নি। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটি নিয়ে মূলত এ সমস্যাটা দেখা দিয়েছে। আজকের ছুটি ছিল মঙ্গলবার, কিন্তু সেটি পরিবর্তন হওয়ায় এসএমএস জটিলতা তৈরি হয়েছে। এখন তো আসলে টিকা দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, টিকাপ্রত্যাশীদের আমরা আগেই এসএমএস দিয়েছি। যে কারণেই আসলে ঝামেলাটা তৈরি হয়েছে। আমরা টিকাপ্রত্যাশীদের বুঝিয়েছি, আজ টিকা দেওয়া সম্ভব না, আগামীকাল অবশ্যই আপনারা পাবেন।
×