ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে পিসিআর টেস্ট করেই দুবাই গেল প্রথম ফ্লাইট

প্রকাশিত: ২৩:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২১

শাহজালালে পিসিআর টেস্ট করেই দুবাই গেল প্রথম ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বহুল প্রতীক্ষিত পিসিআর টেস্ট করেই দুবাই গেল প্রথম ফ্লাইট। সোমবার রাতে ৭০ জন যাত্রী নিয়ে ওই ফ্লাইট ঢাকা ত্যাগ করে। এতে যাত্রী ছিলেন ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পদস্থ কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ অন্যান্য ডেলিগেট। রাত একটায় ওই ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। জানা গেছে, ওই ফ্লাইটের যাত্রীদের সবারই করোনা টেস্ট করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থাপিত বিশেষ ল্যাবে। সংযুক্ত আরব আমিরাত গমনেচ্ছু যাত্রী ও প্রবাসী কর্মীদের যাত্রার ছয় ঘণ্টা আগে করোনা পরীক্ষার জন্য ছয় প্রতিষ্ঠানকে আরটি-পিসিআর টেস্টের অনুমতি দেয়া হয়। এসব ল্যাবে স্থাপিত মেশিনগুলো সঠিক ও কার্যকরভাবে কাজ করছে কিনা তা দেখার জন্য রবিবার পরীক্ষামূলকভাবে বিমানবন্দরের ৯০ জনের মতো কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা করা হয়।
×