ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিকল্পিতভাবে হত্যা করতেই ডাকাত বলে প্রচার

প্রকাশিত: ২৩:০৮, ২২ সেপ্টেম্বর ২০২১

পরিকল্পিতভাবে হত্যা করতেই ডাকাত বলে প্রচার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে মেজর (অব) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। টেকনাফ বাহারছড়ার মারিশবনিয়ার মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলাম সাক্ষ্য দিতে এসে আদালতে হাজির হয়ে বলেছেন, যারা মেজর সিনহাকে ডাকাত বলে ঘটনার দিন মসজিদের মাইকে প্রচার করেছিল, তাদের কাছে সিনহা আর্মির লোক বলে পরিচয় তুলে ধরেছিলেন। তবুও তারা পরিকল্পিতভাবে সিনহাকে হত্যা করার পর উদ্দেশ্যমূলকভাবে ডাকাত বলে প্রচার চালিয়েছিল। মসজিদের মাইকে পাহাড়ে ডাকাত ডাকাত বলে সাজানো ও বানোয়াট বার্তা প্রচার করেছিল। মেজর (অব) সিনহা হত্যা মামলার বিচার কাজের তৃতীয় দফার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ১০টায়। এর আগে সকাল সাড়ে ৯টায় বরখাস্তকৃত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে তোলা হয়। দ্বিতীয় দিনে ১০ নং সাক্ষী টেকনাফ বাহারছড়া মারিশবনিয়া মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে রাষ্ট্রপক্ষ চার সাক্ষীর হাজিরা দেয়। তারা হচ্ছেন হাফেজ জহিরুল ইসলাম, সার্জেন্ট আয়ুব আলী, ডাঃ শাহীন আব্দুর রহমান ও ডাঃ রনধীর। এতে হাফেজ জহিরুল ইসলাম গুরুত্বপূর্ণ তথ্য দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ মোস্তফা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, দ্বিতীয় দফার প্রথম দিনে ৭, ৮ ও ৯ নং সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। ১০ নং সাক্ষীসহ আরও একাধিক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা হবে। উল্লেখিত সাক্ষীদের মধ্যে ৮ ও ৯নং সাক্ষীকে মঙ্গলবারও ফের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। ওসি প্রদীপের ফাঁসি দাবি ॥ এদিকে মেজর (অব) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ সকল আসামির ফাঁসির দাবিতে কক্সবাজারে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, ওসি প্রদীপ ঠাÐা মাথার একজন খুনী। টাকার জন্য তিনি ধরে ধরে মানুষ খুন করতেন। মাদকের সাম্রাজ্য ও অপরাধীচক্র নিয়ন্ত্রণ ছিল তার হাতে। প্রদীপের দায়িত্বকালে কত মায়ের বুক খালি হয়েছে, নিরপরাধ মানুষকে আসামি করেছে, সঠিক হিসাব অজানা। মঙ্গলবার সকালে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রদীপের জুলুম, নির্যাতনসহ নানামুখী অপরাধের চিত্র উপস্থাপন করেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। মানববন্ধনে ওসি প্রদীপের হাতে নির্যাতিত টেকনাফ, উখিয়ার বেশ কয়েকটি এলাকার নির্যাতিত পরিবারের লোকজন অংশগ্রহণ করেন।
×