ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডোমারে ব্যাটারী বিস্ফোরণে ১০ পরিবারের বসতঘর পুড়েছে

প্রকাশিত: ১৬:২১, ২১ সেপ্টেম্বর ২০২১

ডোমারে ব্যাটারী বিস্ফোরণে ১০ পরিবারের বসতঘর পুড়েছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ইজিবাইক অটোরিক্সার ব্যাটারী বিদ্যুত সংযোগে চার্জ দেওয়ার সময় বিস্ফোরনের আগুনে নীলফামারীর ডোমার উপজেলায় দশ পরিবারের বসতঘর সহ আসবাদপত্র নগদ টাকা পুড়ে ছাই হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া জামাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ব্যাটারী চার্জ দেয়া অবস্থায় অবস্থায় হঠাৎ বিকট শব্দে ব্যাটারি বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে সামিউলের বাড়ীসহ প্রতিবেশীদের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রতিবেশী সামিউল ইসলাম, শাহাজাহান ইসলাম, রশিদা বেগম, আব্দুর রহমান, মহসীন আলী, ইয়াকুব আলী, আহসান আলী, মাবিয়া বেগম, আব্দুল মান্নান ও মোনাব্বির হোসেনসহ ১০ টি পরিবারের ১৫ টি বসত ঘর, নগদ টাকা, গবাদি পশু, ধান, চাল, একটি অটোরিক্সা আগুনে পুড়ে যায়। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। ডোমার ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইয়েদ মোঃ ইমরান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হলে ওই গ্রামের আরও ২৫টি পরিবারের বসতঘর রক্ষা পায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারকে স্থানীয় আওয়ামীলীগ নেতা রাসেল রানা পরিবার প্রতি একহাজার টাকা ও শুকনা খাবারের সহায়তা ও বন্ধু ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন শাড়ী, লুঙ্গি ও শুকনা খাবার বিতরণ করেন।
×