ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার কপি বই কেনার প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ২২:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২১

১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার কপি বই কেনার প্রস্তাব অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০২২ শিক্ষাবর্ষের ১ম ও ২য় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বিনামূল্যে বই দেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। এজন্য ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৭৩৫ কপি বই কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বই কেনা বাবদ ব্যয় হবে ৩৩ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৭৭৫ টাকা। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন সেন্টারে এক হাজার শয্যাবিশিষ্ট কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের প্রস্তাব গৃহীত হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সামসুল আরেফিন। অর্থমন্ত্রী বলেন, ক্রয় কমিটির অনুমোদিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে অর্থের বরাদ্দ দেয়া হয়েছে ৩৩ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৭৭৫ টাকা। তিনি বলেন, ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (১ম ও ২য় শ্রেণী) বাংলা ও ইংরেজী ভার্সনের ৭২টি লটে বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দরপ্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন সেন্টারে ১ হাজার শয্যাবিশিষ্ট’ কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনে আরও ফিল্ড হাসপাতাল নির্মাণের কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
×