ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বাস চলাচল শুরু

প্রকাশিত: ১২:৩১, ১ আগস্ট ২০২১

হবিগঞ্জে বাস চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ করোনাভাইরাস সংক্রমণের কারণে দফায় দফায় বন্ধ থাকার পর অবশেষে হবিগঞ্জে চলাচল শুরু করেছে গণপরিবহন। রবিবার (১ আগস্ট) ভোর থেকে হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রী নিয়ে যানবাহন ছেড়ে গেছে। জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, কেন্দ্রীয় ঘোষণা পাওয়ার পর সব স্থানে যোগাযোগ করে বলা হয়েছে সকাল থেকে গাড়ী চালু করতে। তিনি বলেন, করোনার ডেল্টা ভাইরাস ঠেকাতে সরকার ঈদুল আযহার আগে ও পরে দুই দফায় কঠোর লকডাউন ঘোষণা করে। সরকারী নির্দেশনা মেনে হবিগঞ্জে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়। এবার গণপরিবহন চালানোর নির্দেশনা পাওয়ার পর ভোর থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টার জন্য ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী বাস চলাচল শুরু করা হয়।
×