ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু ড্রেসেল

প্রকাশিত: ১১:৫৮, ৩১ জুলাই ২০২১

বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু ড্রেসেল

অনলাইন ডেস্ক ॥ নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙ্গে টোকিও অলিম্পিকে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু ড্রেসেল। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে শনিবার ৪৯ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ড্রেসেল। ২৪ বছর বয়সী এই সাঁতারুই ২০১৯ সালে গুয়াঞ্জুতে হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ্সে আগের বিশ্বরেকর্ডটি গড়েছিলেন ৪৯ দশমিক ৫০ সেকেন্ড টাইমিং করে। এবারের আসরে ড্রেসেলের সাফল্যগাঁথা চলছেই। এ নিয়ে তিন ইভেন্টে সোনা জিতলেন তিনি; যার মধ্যে দুটি ব্যক্তিগত ও একটি দলীয়। ১০০ মিটার ফ্রিস্টাইলে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন ড্রেসেল; অলিম্পিকসে সেটিই ছিল তার প্রথম ব্যক্তিগত সোনা। টোকিওর প্রতিযোগিতায় ১০০ মিটার রিলেতে পান দলীয় সোনা। ২০০ মিটার বাটারফ্লাইয়ে বাজিমাত করা হাঙ্গেরির সাঁতারু ক্রিস্তোফ মিলাক ৪৯ দশমিক ৬৮ সেকেন্ড সময় নিয়ে ড্রেসেলের পরে থেকে পেয়েছেন রুপা। সুইজারল্যান্ডের নোয়ে পন্টি ৫০ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।
×