ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যেভাবে কাজ করে ‘পেগাসাস’ স্পাইওয়্যার

প্রকাশিত: ১৬:১৯, ১৯ জুলাই ২০২১

যেভাবে কাজ করে ‘পেগাসাস’ স্পাইওয়্যার

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস আবারও আলোচনায়। পেগাসাস ব্যবহার করে বিশ্বের অনেক দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হয়েছে। রবিবার দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে আসে আড়িপাতার এই খবর। গার্ডিয়ানসহ ১৬টি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে এমন চিত্র উঠে এল। পেগাসাস বিশ্বের কর্তৃত্ববাদী সরকারগুলো ব্যবহার করছে। তারা আড়িপাতে নিজ দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে। রবিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র ইসরায়েলের এই ভয়ঙ্কর হ্যাকিংয়ের ঘটনাটি ফাঁস করে। যাতে বলা হয়, কর্তৃত্ববাদী সরকারগুলো এই হ্যাকিং সফটওয়্যারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটালি হ্যাক করছে। এর মাধ্যমে পাওয়া তথ্য সরকারগুলো ব্যবহার করছে নিজেদের ইচ্ছেমত কাজে লাগাতে। হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করা দেশগুলো হচ্ছে, আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, মরোক্কো, রুয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এমন খবর প্রকাশিত হওয়ার পর এখন আতঙ্কে আধুনিক ফোন ব্যবহারকারীরা। কীভাবে কাজ করে এই স্পাইওয়্যার? ধরেন, আপনি স্মার্টফোন ইউজার। প্রথমে আপনার ফোনে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাঠানো হয়। তাতে ক্লিক করলেই মোবাইলে পেগাসাস ইনস্টল হয়ে যায়। এছাড়া হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করেও পেগাসাস ইন করানো যায়। এই স্পাইওয়্যারের নজরদারির কথা ফাঁস করেছে পেগাসাস প্রোজেক্ট নামে ১৬টি সংবাদমাধ্যমের একটি টিম। ২০১৯ সাল থেকে পেগাসাস প্রোজেক্ট নামে তারা তদন্ত করে আসছিল। রবিবার তদন্তের কিছু তথ্য ফাঁস করে তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাব পরিচালনাকারী ক্লডিও গুয়ারনিয়েরি বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, যদি কোনো স্মার্টফোনে পেগাসাস সফটওয়্যারটি প্রবেশ করানো যায়, তবে এনএসওর গ্রাহক পুরো ফোনটির দখল পেয়ে যায়। এতে ফোনের মালিকের মেসেজ, কল, ছবি, ইমেইল সবই দেখতে পাবে। পড়তে পারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের বার্তাগুলো। এমনকি গোপনে ক্যামেরা কিংবা মাইক্রোফোন চালুও করতে পারবে এ পেগাসাস সফটওয়্যার। গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। ২০১৬ সাল থেকে ইসরায়েল কর্তৃত্ববাদী সরকারগুলোকে এ সেবা দিয়ে আসছে। প্রথম খবরে আসে পেগাসাস ২০১৯ সালের অক্টোবরে। ফেসবুক মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ জানায়, চারটি মহাদেশের প্রায় ১৪০০ জনের মোবাইল পেগাসাসের মাধ্যমে হ্যাক করা হয়। এমন খবর প্রকাশ হওয়ার পর ইসরায়েলি সংস্থা এনএসও-র দাবি করছে যে, নিরাপত্তার জন্য নজরদারি চালানোর প্রযুক্তি তৈরি করাই তাদের কাজ। তারা শুধুমাত্র বিভিন্ন দেশের সরকার, সরকারি নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থাকে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করে।
×