ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহিলা ফুটবল লীগ

কাচারিপাড়া ও এআরবিসির জয়ে শেষ হলো প্রথম পর্বের লড়াই

প্রকাশিত: ০১:০৪, ১০ জুন ২০২১

কাচারিপাড়া ও এআরবিসির জয়ে শেষ হলো প্রথম পর্বের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা ফুটবল লীগে বুধবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হয়। রাতে অনুষ্ঠিত ম্যাচে বড় জয় কুড়িয়ে নেয় এআরবিসি (আতাউর রাহমান ভূঁইয়া কলেজ) স্পোর্টিং ক্লাব। তারা ৭-০ গোলে বিধ্বস্ত করে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে। বিজয়ী দলের আনুচিং মগিনি হ্যাটট্রিক করেন (১২, ৩৬ ও ৫৯ মিনিটে)। জোড়া গোল করেন মারজিয়া আক্তার (৪৯ ও ৭০ মিনিটে)। এছাড়া আকলিমা খাতুন (৫ মিনিটে) ও সোহাগী কিসকু (১৫ মিনিটে) ১টি করে গোল করেন। নিজেদের সপ্তম ম্যাচে এটা এআরবিসির ষষ্ঠ জয়। ১৮ পয়েন্ট নিয়ে তারা ধরে রেখেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের শিরোপাধারী বসুন্ধরা কিংস। সমান ম্যাচে এফসি ব্রাহ্মণবাড়িয়ার এটা দ্বিতীয় হার। আগের ২ জয় ও ৩ ড্রতে ৯ পয়েন্ট নিয়ে তারা আছে আগের মতোই চারে। এর আগে বিকেলে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচটিতে জামালপুর কাচারিপাড়া একাদশ ৪-৩ গোলে সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের সোহেলী শারমিন শ্রাবণী, রতœা, সুরভী আক্তার ইতি ও মালিনী চাকমা যথাক্রমে ১৯, ৪৪, ৬০ ও ৭৩ মিনিটে এবং বিজিত দলের জয়নব বিবি রিতা, তনিমা বিশ^াস ও শিলা আখতার ৭০, ৭৮ ও ৯০+২ মিনিটে ১টি করে গোল করেন। ৭ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে কাচারিপাড়া আছে পয়েন্টে টেবিলে আগের মতোই সপ্তম স্থানে। পক্ষান্তরে সমান ম্যাচে সপ্তম হারে শূন্য পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে এখনও তলানিতেই আছে সদ্যপুষ্কুরিনী। চলতি লীগে তারাই একমাত্র দল, যারা এখনও জয়হীন ও পয়েন্ট শূন্য। বুধবার এই দুই ম্যাচের মধ্য দিয়ে লীগের প্রথম পর্বের লড়াই শেষ হলো। এখন কদিন বিরতি থাকবে লীগে। এই সময়ে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী দলবদল। তারপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বিতীয় পর্বের সূচী ঘোষণা করলে আবারও শুরু হবে খেলা। প্রথম পর্বে ২৮ ম্যাচে গোল হয়েছে মোট ১৫৩ গোল। সবচেয়ে বেশি গোল করেছে বসুন্ধরা কিংস, ৬৬টি। সবচেয়ে কম গোল করেছে কাচারিপাড়া ও সদ্যপুষ্কুরিনী, ৫টি করে। সবচেয়ে কম গোল হজম করেছে কিংস ও এআরবিসি, ১টি করে। সবচেয়ে বেশি গোল খেয়েছে সদ্যপুষ্কুরিনী, ৩৩টি। সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে এগিয়ে আছেন কিংসের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার, ১৭ গোল করে। এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ৭ গোল করার কৃতিত্বও তার। এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করেছে কিংস, ২০টি (বিপক্ষ নাসরিন এসসি)। ১ ম্যাচে ২ দল মিলে সর্বোচ্চ ২০ গোল হয়েছে কিংস-নাসরিন খেলায়। পয়েন্ট টেবিলে অন্য দলগুলোর অবস্থান হচ্ছে নাসরিন এসসি-তৃতীয় (১০ পয়েন্ট), কুমিল্লা ইউনাইটেড-পঞ্চম (৮) এবং কাচিঝুলি স্পোর্টিং ক্লাব-ষষ্ঠ (৮)।
×