ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে তিনশ’ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী প্রদান

প্রকাশিত: ২১:২৮, ৪ মে ২০২১

ঠাকুরগাঁওয়ে তিনশ’ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী প্রদান

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “ঈদের আনন্দ বিলিয়ে দিই সবার মাঝে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের তিনশ’ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘নবীন আলো’ নামে স্থানীয় এক সেচ্ছাসেবী ছাত্রকেন্দ্রিক সংগঠন। আজ মঙ্গলবার শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সকল পরিবারের হাতে সেমাই, চিনি, দুধ, সেমাই, সাবান, বিস্কুট, মুড়িসহ অন্যান্য ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় সংগঠনের সভাপতি সৈয়দ শিহাবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ অ্যাপোলো, সংগঠনের উপদেষ্টা ডাক্তার শুভেন্দু কুমার দেবনাথ, মহাবুবুর রায়হান, সাহিদুল ইসলাম শামীম, জয় মহন্ত অলক, সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাইমুন ইসলাম, মিঠুন রানা, এস,এম মৌমিতসহ অন্যান্যরা । এসময় অতিথিগণ বলেন, আমাদের আশপাশে এমন অনেক দরিদ্র ও অসহায় পরিবার রয়েছে যারা ঠিক মতো খেতে পারেন না, ঈদের আনন্দ টুকু ঠিক মতো করতে পারেনা। এসব পরিবারের জন্য সরকার নানা ভাবে সহযোগিতা করছে। তার সাথে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ‘নবীন আলো’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তাগণ তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান । অপরদিকে করোনাভাইরাসের প্রকোপ বিস্তাররোধে চলমান লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হরিজন সম্প্রদায়, নাইট কোচ শ্রমিক ও ৩৩৩ হটলাইনে ফোন করে খাদ্য সহায়তার আবেদনকারী অসহায় তিনশ’ পরিবারের প্রত্যেকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাউল, ২ কেজি আলু , ১কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তৈল বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম । শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এসব খাদ্য সহায়তা প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
×