ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বোমা হামলার কঠোর জবাব দেয়া হবে: ইরাকি প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৪:৪৮, ২২ জানুয়ারি ২০২১

বোমা হামলার কঠোর জবাব দেয়া হবে: ইরাকি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী বাগদাদে গতকাল যে ঘৃণ্য বোমা হামলা হয়েছে তার কঠোর এবং দাঁতভাঙা জবাব দেয়া হবে। গতকালের এই জোড়া বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে। মুস্তাফা আল-কাজেমি বলেন, “যারা ইরাকের নিরপরাধ জনগণের রক্ত ঝরিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জবাব হবে অত্যন্ত কঠোর এবং তাদের জন্য বিপর্যয় বয়ে আনবে।” ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাইয়ারান স্কয়ারের ওই জোড়া বোমা হামলায় অন্তত ১১০ জন আহত হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ টুইটার বার্তায় হামলার দায়িত্ব স্বীকার করেছে। ২০১৪ সালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় তাদের হত্যাযজ্ঞ শুরু করে। তাদের হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পরে ইরাকের সামরিক বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ-আশ-শাবি ইরাকে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালায় এবং ইরাক সন্ত্রাসী মুক্ত হয়। তবে মাঝে মধ্যেই এই সন্ত্রাসী গোষ্ঠী ইরাক এবং সিরিয়ায় বোমা হামলা চালিয়ে আসছে।
×