ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশা জাগানিয়া নতুন বছর

প্রকাশিত: ২২:০২, ১৫ জানুয়ারি ২০২১

আশা জাগানিয়া নতুন বছর

রুহুল আমিন ভূঁইয়া ॥ নতুন বছরে প্রেক্ষাগৃহে নেই নতুন সিনেমা। বছরের প্রথমদিন একটি সিনেমা মুক্তি পেলেও অবগত ছিলেন না কেউ। এমনকি এ ছবির শিল্পীরাও ছবি মুক্তির কথা জানতেন না। দ্বিতীয় সপ্তাহে ছবি সঙ্কটে থাকেন হল মালিকরা। গতবছরে আসা করোনা বুকে নিয়েই শুরু হয় নতুন বছরের। তবুও চলতিবছর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সবাই। সিনেমা হলে নতুন সিনেমা না থাকলেও পরিচালক-শিল্পীরা এরইমধ্যে নতুন বছরে নতুন সিনেমার শূটিং শুরু করেছেন। গত ৬ জানুয়ারি গাজীপুরের খতিব খামার বাড়ি শুরু হয় ‘বাংলার ভাবী’ সিনেমার শূটিং। প্রথম ধাপের শূটিং শেষ হয়েছে ১২ জানুয়ারি। ছবিটিতে অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী, মাসুম আজিজ, বড়দা মিঠু, আসমা ঝিলিক প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন নূর মোহাম্মদ মনি। তিনি জানান, দ্বিতীয় ধাপের শূটিং শুরু হবে চলতি মাসের শেষে। ১১ জানুয়ারি মানিকগঞ্জে ‘মুক্তি’ নামের নতুন ছবির শূটিং শুরু করেন পরিচালক ইফতেখার চৌধুরী। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ‘মুক্তি’ নামের নারীকেন্দ্রিক সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ রিপা। আর এতে তার বিপরীতে এক বা দুইজন নয়, মোট ৯ জন নায়ক অভিনয় করছেন। তারা হলেন, আনিসুর রহমান মিলন, রাশেদ মামুন অপু, আমান রেজা, কায়েস আরজু, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময়, আরেফিন জিলানি ও খিজির হায়াত খান। নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতিসাধারণ পরিবারের মেয়ে মুক্তি। সে কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন-এমন গল্প নিয়ে মুক্তির পথ চলা। নায়িকার জীবনযাপনের লোমহর্ষক চিত্রায়ণ সিনেমা ‘মুক্তি’। এদিকে শেষের দিকে ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমার শূটিং। জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর অভিনীত ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসে না পড়ার টেবিলে’। একই পরিচালক নতুন জুটি নিয়ে নির্মাণ করছেন ‘মন বসেছে পড়ার টেবিলে’। এতে প্রথমবার জুটি হয়েছেন শাহ হুমায়রা সুবাহ ও নিলয়। এছাড়াও আগামী ২০ জানুয়ারি ‘বুবুজান’ ছবির শূটিং শুরুর কথা রয়েছে। ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘যোগ্য সন্তান’। ‘মাসুদ রানার’ ছবির শূটিং শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ তারিখ থেকে সাভারে শুরু হচ্ছে ‘বিয়ে আমি করবো না’ ছবির শূটিং। জানা গেছে, আরও বেশ কয়েকটি নতুন ছবির শূটিংয়ের পরিকল্পনা চলছে। সদ্য বিদায় নেয়া বছরটি মোটেও সুখকর ছিল না। চলচ্চিত্রের জন্য তো নয়ই। করোনা আতঙ্ক ভুলে নতুন বছরটি নিয়ে আশায় বুক বাঁধছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা পুরাতনের সব কষ্ট ভুলে নতুন বছরটি হবে চলচ্চিত্রের জন্য আশা জাগানিয়া বছর।
×