ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬ মাস ধরে বিনাবেতনে চাকরি

যশোর হাসপাতালের ১৭ কর্মচারীর বিষয়ে নোটিস

প্রকাশিত: ২১:২৫, ১৫ জানুয়ারি ২০২১

যশোর হাসপাতালের ১৭ কর্মচারীর বিষয়ে নোটিস

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেনারেল হাসপাতালে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ১৭ কর্মচারীর বিনা বেতনে চাকরির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উকিল নোটিস দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, যশোর জেলা প্রশাসক, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ স্বাস্থ্য বিভাগের ১৪ কর্মকর্তাকে এ নোটিস পাঠানো হয়েছে। সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গত ৩ জানুয়ারি এ নোটিস পাঠান। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন। অভিযোগ রয়েছে, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়ের কর্তব্যে অবহেলা ও সদিচ্ছার অভাবে ১৭ কর্মচারী গত ছয় মাস ধরে বিনা বেতনে কাজ করে মানবেতর জীবনযাপন করছেন। বেতন চাইলে প্রথমে তাদের হাসপাতাল থেকে বের করে দেয়ার হুমকি দেন তত্ত্বাবধায়ক। তারা হাসপাতাল থেকে যেতে না চাইলে স্বেচ্ছায় বিনা বেতনে কাজ করেছি এবং বিনা বেতনে কাজ করবÑ এমনটি লিখে দিতে বলা হয়। সর্বশেষ ডাক্তার দিলীপ ওই ১৭ কর্মচারীকে পুলিশ দিয়ে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানোর হুমকি দেন। সূত্রমতে, সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের পক্ষে তার জুনিয়র এ কে খান উজ্জ্বল নোটিসটি পাঠান। নোটিসটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, প্রধান হিসাবরক্ষক, স্বাস্থ্য বিভাগের ডিজি (মহাপরিচালক), পরিচালক (প্রশাসন), উপপরিচালক, পরিচালক (অর্থ), যশোর জেলা প্রশাসক, যশোরের সিভিল সার্জন এবং যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবরে পাঠানো হয়।
×