ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্লিনিক সিল্ড

প্রকাশিত: ২১:১৭, ১৪ জানুয়ারি ২০২১

ক্লিনিক সিল্ড

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ার খাজাবাবা ক্লিনিকে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিদর্শন করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন। বুধবার সকালে পরিদর্শনের সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ক্লিনিকটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে। সূত্র জানায়, গত মঙ্গলবার খাজাবাবা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ওয়াদুদ বিশ্বাসের স্ত্রী মাসুরা বেগম একটি পুত্রসন্তান প্রসব করেন। এরপর অপচিকিৎসায় ওই নবজাতক মারা যায় বলে অভিযোগ করে পরিবারের লোকজন। একইভাবে গত শনিবার চাড়াভিটা এলাকার ফল ব্যবসায়ী রেজাউল ইসলামের সন্তানও একই ক্লিনিক থেকে অপচিকিৎসায় মারা যায়।
×